১৮ মার্চ ই ইউ'র পর্যবেক্ষক দল আনুষ্ঠানিকভাবে নেপালের সংবিধান পরিষদের নির্বাচনের প্রক্রিয়া তত্ত্বাবধানের কাজ শুরু করেছে।
ই ইউ'র ২২টি সদস্য দেশ , নরওয়ে এবং সুইজারল্যান্ডের ১২০ জনকে নিয়ে গঠিত এ পর্যবেক্ষক দলের দায়িত্ব হচ্ছে নেপাল সরকারের আমন্ত্রণে তাদের সংবিধান পরিষদের নির্বাচন তত্ত্বাবধান করা । পর্যবেক্ষক দল বলেছে, এবারের নির্বাচনের একটি সুষ্ঠু ও অবাধ পরিবেশ নিশ্চিত করার জন্য পর্যবেক্ষক দলের কর্মকর্তাগণ নির্বাচনের সকল প্রক্রিয়া , নির্বাচনে অংশ নেয়া সকল রাজনৈতিক দল এবং নেতাদের তত্পরতাসহ এ সম্পর্কিত সকল কাজের তত্ত্বাবধান করবে। নির্বাচন শেষে প্রাথমিক রিপোর্ট পেশ করার পর তারা পরবর্তী দু'মাসের মধ্যে একটি চূড়ান্ত পর্যালোচনা রিপোর্ট দাখিল করবেন।
১০ এপ্রিল নেপালের সংবিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নেপালের ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থা এবং রাজতন্ত্র ব্যবস্থার অস্তিত্ব থাকবে কী না , তা নির্ধারিত হবে। নেপালের ১৪৮টি বেসরকারী সংস্থার ৯০ হাজার পর্যবেক্ষক এবং ৫০০ বিদেশী পর্যবেক্ষক এ নির্বাচন তত্ত্বাবধানে অংশ নেবেন।--ওয়াং হাইমান
|