১৯ মার্চ আফগানিস্তানের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী ১৮ মার্চ সন্ধ্যা থেকে ১৯ মার্চ ভোর পর্যন্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে তালিবানদের ওপর বিমান হামলা চালিয়েছে । এতে কমপক্ষে ৬ জন নিরীহ লোক নিহত হয়েছে । খোস্ত প্রদেশের পুলিশ বিভাগের মুখপাত্র বলেন, এ বিমান হামলা হয়েছে নাদির শাহ কোট জেলায় ।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী এক বিবৃতিতে এ হামলার কথা স্বীকার করেছে এবং এতে অস্ত্র ও বোমা তৈরীকারী অনেক সন্দেহডাজন তালিবানদের হত্যা করা হয়েছে । বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় একজন নারী ও একজন শিশু নিহত হয়েছে ।
অন্য এক খবরে জানা গেছে, ১৯ মার্চ একজন আফগান কর্মকর্তা বলেন, ১৮ মার্চ রাতে তালিবান সশস্ত্র জঙ্গীরা কান্দাহার প্রদেশে একটি মোবাইল যোগাযোগ টাওয়ারের ওপর বোমা হামলা চালায় । তবে এ ঘটনায় কোনো লোক হতাহত হয় নি ।
(ছাও ইয়ান হুয়া)
|