১৮ মার্চ চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার প্রধান এলাকা ও রাস্তায় অবাধভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে, অধিকাংশ দোকান পুনরায় খোলা হয়েছে, উচ্চ শিমা প্রতিষ্ঠান, মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ক্লাসও পুনরায় শুরু হয়েছে এবং লাসার সামাজিক শৃঙ্খলা মোটামোটি স্বাভাবিক হয়েছে ।
১৪ মার্চ লাসায় মুষ্টিমেয় লোকের চালানো মারধোর, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট বিভাগ সংযম বজায় রেখে এ বিশৃঙ্খলার অবসান ঘটিয়েছে । ১৭ মার্চ থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ও লাসার প্রধান সরকারী সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর কাজ স্বাভাবিক হয়েছে ।
১৮ মার্চ সকালে সংবাদদাতারা দেখেছেন, রাস্তায় যানবাহন ও লোকজনের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে । বাস, টেক্সি ও রিকশা রাস্তায় স্বাভাবিকভাবে চলাচল করছে । লাসার বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে । বর্তমানে লাসায় রেলপথ, বিমান বন্দর ও যাত্রী পরিবহন স্বাভাবিক ।
(ছাও ইয়ান হুয়া)
|