চীনের পররাষ্ট্র মনন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন , দালাই নিছক একজন ধর্মীয় ব্যক্তি নন , তিনি একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তিও বটে । তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে মাতৃভূমিকে বিভক্ত এবং জাতীয় সংহতি নস্যাত করার তত্পরতা চালিয়ে আসছেন ।
গত মংগলবার পেইচিংয়ে একজন সংবাদদাতার প্রশ্নের উত্তরে ছিন কাং আরো বলেন , দালাই ঐতিহাসিক দিক থেকে তিব্বতকে চীনের একটি অংশ বলে স্বীকার করেন না বরং তিব্বতকে চীনের দখলকৃত দেশ বলে গণ্য করেন । তিনি তিব্বতের প্রচলিত ব্যবস্থাকেও স্বীকার করেন না । তিনি বৃহত তিব্বত অঞ্চল প্রতিষ্ঠার পক্ষপাতী । দালাই চক্রের তথাকথিত তিব্বত নির্বাসিত সরকার " নির্বাসিত তিব্বতীদের সংবিধানে বলেছে , তিব্বতকে ফেডারেল গণতান্ত্রিক স্বশাসিত প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলা হবে ।
ছিন কাং বলেন , গত কয়েক দশকে দালাইয়ের বক্তব্য ও আচরণ থেকে প্রমাণিত হয়েছে , তিনি কোনোদিন তার বিভেদমূলক দাবি ছেড়ে দেন নি এবং তার বিভেদমূলক তত্পরতা বন্ধ করেন নি ।
|