তিব্বত জাতির বিশিষ্টি ব্যক্তি ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নয়ন পরামর্শ কমিটির অনারারী চেয়ারম্যান রেতি ১৯ মার্চ পেইচিংয়ে সম্প্রতি লাসায় সংঘটিত মারধোর , ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের অপরাধমূলক ঘটনার তীব্রভাষায় নিন্দা করেছেন ।
রেতি বলেন , মুষ্টিমেয় বেআইনী ব্যক্তিদের এ সহিংস ঘটনা ছিল বিদেশে অবস্থানরত দালাই বিচ্ছিন্নতাবাদী চক্রের উস্কানিতে সংঘটিত দারুণভাবে সামাজিক শৃংখলা নস্যাত করার একটি সহিংস ঘটনা । এটি জনসাধারণের জানমালের বিরাট ক্ষতি করেছে এবং গুরুতরভাবে তিব্বতের সামাজিক শৃংখলা ও স্থিতিশীলতা ব্যহত করেছে ।
সম্প্রতি পশ্চিমা জগতের কিছু রাজনীতিক ও গণমাধ্যম এ ঘটনার বাস্তবতা উপেক্ষা করে সাদাকে কালো বলে এ সহিংস অপরাধকে শান্তিপূর্ণ বিক্ষোভ বলে বর্ণনা করেছে । এর ওপর মন্তব্য করে রেতি বলেন , বিশ্বের যে কোনো দেশ ও সরকার লাসার মত সহিংস ঘটনা ঘটলে জনসাধারণের জানমালের নিরাপত্তাকে উপেক্ষা করতে পারে না ।
উল্লেখ্য যে , রেতির বয়স এঝন ৭০ বছর । তিনি একজন কৃতদাসী ছিলেন । তিনি নিজের চোখে শান্তিপূর্ণ মুক্তির পর তিব্বতের সমাজ ও অর্থনীতির বিরাট পরিবর্তন দেখতে পেয়েছেন ।
|