v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-18 20:56:28    
গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নতুন সদস্য ফেন বিং বিং(ছবি)

cri

ফেন বিং বিং 

   প্রতি বছর মার্চ মাসে সিআরআইসহ চীনের সকল তথ্য মাধ্যম এই দু'টি বার্ষিক অধিবেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের প্রধান দায়িত্ব হলো দর্শক ও পাঠকদের কাছে দুটি অধিবেশনের গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত, প্রস্তাব ও কর্মসূচীসহ নানা তথ্য তুলে ধরা। তবে এ বছর আমাদের কাছে এ অধিবেশনের ভিন্ন অনুভুতি আছে। কারণ আমাদের বেতারের রুশ বিভাগের প্রধান ফেন বিং বিং এবারের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য মনোনীত হয়েছেন। তিনি অধিবেশনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। আমরা তার সহকর্মী হিসেবে তার অর্জিত গৌরবের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানাই।

    ফেন বিং বিং এর নাম সি আর আইয়ের রুশভাষী শ্রোতাদের মধ্যে সুপরিচিত। তাঁর বয়স প্রায় ৬০'র কাছাকাছি। আমি শুনেছি, এক মাস আগে ফেন বিং বিং চীনের বৈদেশিক বেতার ব্রতে অতুলনীয় অবদানের দরুণ তাকে নতুন গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য মনোনীত করা হয়েছে। অতীতে তিনি বহু বার সংবাদদাতা হিসেবে এই দুটি অধিবেশনে অংশ নিয়েছেন। কিন্তু সদস্য হিসেবে অধিবেশনে অংশ নেয়া তাঁর নতুন অভিজ্ঞতা। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, 'আমার ভেতর এখন উত্তেজনা কাজ করছে। আমি নতুন সদস্য তো। আগে প্রতি বছর আমি মহা গণ ভবনে রুশ ভাষার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতাম। এখন নতুন সদস্য হিসেবে এখানে এসে অনুভুতি একদম ভিন্ন মনে হচ্ছে। আমি গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নতুন সদস্য হিসেবে কীভাবে ভালোভাবে নিজের দায়িত্ব পালন করবো সে বিষয় সবসময় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।'তার কথা শুনে বুঝা যায়, সদস্যদের দায়িত্ব সত্যিই হালকা নয়। এটা কেবল গৌরবেরই বিষয় নয়।

    ফেন বিং বিং নামে চীনে একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকা আছেন। তিনি একজন সুন্দরী তরুণী। যখন চীনের তথ্য মাধ্যমগুলো গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নতুন সদস্যদের নাম প্রকাশের পর অনেকে ফেন বিং বিংকে সেই তারকা মনে করতেন। ফলে অনেক লোক ফেন বিং বিংয়ের কাছে এসে ছবি তোলার অনুরোধ করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)