v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-18 19:49:11    
আপনাদের কাছে নিয়মিত চিঠি পাঠাই

cri
    বাংলাদেশের রাজশাহী জেলার শ্রোতা শ্রী মিলন কুমার বিশ্বাস তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর একজন নিয়মিত শ্রোতা। আপনাদের কাছে নিয়মিত চিঠি পাঠাই। সি আর আই এর বাংলা বিভাগের সব ধরনের তথ্য জেনেছি। জানার পর আমার কাছে আপনাদের কাযর্ক্রম খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনতে পছন্দ করি। বিশেষ করে মুখোমুখি ও চাওয়া-পাওয়া এবং মিতালী' । এ তিনটি অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয়।

    প্রিয় বন্ধু ধন্যবাদ। আশা করি, আপনি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কেকোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার ।

    ভারতের আসাম রাজ্যের শ্রোতা প্রাঞ্জল কোঁচ তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর একজন নিয়মিত শ্রোতা । দীর্ঘ দিন ধরে আপনারদের প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠানের জন্যই অবীর আগ্রহে অপেক্ষা করি ।সময়ের অভাবে যদি আমি আপনাদের প্রথম অনুষ্ঠান শুনতে না পারলে মন খারাপ লাগে । আমার অনুরোধ একটি কবিতার সম্বন্ধে কবিতা আপনাদের দফতরে পাঠাবেন ওদের মধ্যে প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় নির্বচিত করা হক । এবং কবিতাগুলো আমি তুমি সে পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করবেন ।

    শ্রোতা বন্ধু, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ । আমরা আপনার এই প্রস্তাব বিবেচনা করবো । এখানে শ্রোতা বন্ধুদের একটি সুখবর । আমরা আমি তুমি সে পত্রিকা একটি ১৫ পৃষ্ঠার ম্যাগজিন বানিয়ে দেবো । প্রথম সংখ্যা সম্ভবতঃ আগামী মাসে প্রকাশিত হবে । আশা করি আপনারা এই ম্যাগেজিন পছন্দ করবো ।

    বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্রোতা মিসেস রমিসা বেগম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। ১৯৯৪ সাল থেকে আমি সি আর আই বাংলা অনুষ্ঠান শুনছি এবং বিভিন্ন জ্ঞানযাচাই প্রতিযোগিতায় সযত্নে অংশ নিয়ে আসছি। । ছোট বেলা থেকে রেডিও শোনার কোন অভ্যস ও অভিজ্ঞতা ধীরে রেডিও শোনার মানসিকতা অজর্ন করি। বিভিন্ন বেতারের মধ্যে সি আর আইকে আমার প্রিয় বেতার হিসেবে বেছে নিয়েছি। কেননা নিজস্ব বৈশিষ্ট্য ও উত্কর্ষের দিক থেকে সি আর আই যে কোন বেতার থেকে আলাদা এবং অন্যন্ত মনোসুগ্ধকর। চীনাদের সুখে সুমিষ্ট মদুময় নিপুন বাচন ভংগীমার প্রিয় মাতৃভাষা বাংলায় অনুষ্ঠান শুনে বিস্মিত হই। চীনের উন্নয়নের ছোয়া সি আর আই বাংলা অনুষ্ঠানে দৃশ্যমান। আগামী ডিসেম্বর সি আর আইএর ৬৬তম বর্ষপুর্তি। এ জন্য সি আর আইকে স্বাগতম। আমি আশা করি, কেবল ৬৬ নয়, ৭০, ৮০ পেরিয়ে সি আর আই এর জয়যাত্রা সহস্র বছরে পৌঁছক। বিশ্ববাসীর মৈত্রীর জন্য সি আর আই এর জয়যাত্রা সুদুর প্রসারী হোক। সি আর আই আমার জীবনের পরম সঙ্গী। আমি আজীবন সি আর আই এর সঙ্গে থাকবো।

    প্রিয় বন্ধু , আপনি এত সুন্দর চিঠি লেখার জন্যে অশেষ ধন্যবাদ। আপনি সত্যিই আমাদের এক জন ভক্ত শ্রোতা। আপনার মতো শ্রোতা পেয়ে আমাদের সুভাগ্য। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরার্মশ দরকার। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

    সিরাজগঞ্জ জেলার শ্রোতা মো: আপেল মাহামোদ তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত শ্রোতা। প্রায় প্রত্যেক দিন আপনাদের অনুষ্ঠান শুনি। আমরা কয়েক জন লোক এক সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনি। শোনার আমরা অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করে থাকি। গত কয়েক মাস আমরা পরীক্ষায় ব্যস্ত থাকায় বলে আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারিনি বলে দু:খিত। তবে নিয়মিতভাবে আপনাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করেছি। সম্প্রতি অনুষ্ঠানের কিছু পরিবর্তন অত্যন্ত আকর্ষনীয় হয়েছে। খবরের মানও কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আগের চেয়ে বেশী করে বিশ্বের নানা ঘটনা অতি দ্রুত ও নিরপেক্ষভাবে পাছি। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি। গত কয়েক মাস ধরে আমি আপনাদের কাছ থেকে অনুষ্ঠান সুচী পাইনি। আশা করি, আমাদের ক্লাবে কিছু অনুষ্ঠান সূচী পাঠাবেন।

    প্রিয় বন্ধু, ধন্যবাদ আপনি আমাদের চিঠি লেখার জন্য এবং মনখোলা কথা বলার জন্য। আমরা এখন নতুন অনুষ্ঠান সূচী তৈরী করছি। কিছু দিন পর আমরা এই নতুন অনুষ্ঠান সূচী আপনার ক্লাবে পাঠাবো। আমাদের বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্যে আপনাদের ভাল ভাল পরামর্শ দরকার। অবশ্যই আমরা অনুষ্ঠান আরও সুন্দর করার জন্যে যথাসাধ্য চেষ্টা করবো। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত ও প্রস্তাব থাকলে আমাদের বলতে ইতস্তত: করবেন না।

    নবাবগঞ্জ জেলার শ্রোতা নুনু ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি। আমি মনে করি, চীন আন্তর্জাতিক বেতার একটি নিরপেক্ষ বেতার । আপনাদরে কয়েকটি অনুষ্ঠান আমার পক্ষে খুব ভাল লাগে।যেমন, প্রত্যেক বুধবারের মুখোমুখি, প্রত্যেত শনিবারের মিতালী। তবে অন্যান্য অনুষ্ঠান মোটেই মন্দ নয়। আমি লক্ষ্য করেছি, গত দু' বছরে, বাংলা অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। তা একটা প্রশংসনীয় ব্যাপার। আশা করি , আমার প্রত্যাশা হল ভবিষ্যতে আপনাদের অনুষ্ঠান আরও উন্নত হবে ।

    প্রিয় বন্ধু বধ্যবাদ আমাদের অনুষ্ঠান প্রশংসা করার জন্যে। আমরা জনি, যদিও আগের চাইতে আমাদের অনু্ষ্ঠান অনেক উন্নত হয়েছে , তবু শ্রোতাদের চাহিদা পুরুণ করতে আরও অনেক করবার আছে। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রয়াস চালাবো। এর সঙ্গে সঙ্গে আমরা শ্রোতাদের পরামর্শ চাই। সুতরাং আমাদের অনুষ্ঠান সম্পর্কেযদি কোন মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    ফরিদপুর জেলার শ্রোতা এস এম গোলাম সারোয়ার তার চিঠিতে লিখেছেন, চীন আমার আজীবন " স্বপ্নের" দেশ। এই দেশের বেতার যত শুনি ততোই চীনকে দেখার সাধ জাগে। বেতারের মাধ্যমে, খবরের কাগজে, এবং লোক মাধ্যমে চীনের উন্নয়ন আর সমৃদ্ধির ইতি কথা যখন শুনি তখন আমার বুকটা গর্বে ভরে যায় । কারন, চীনকে আমি প্রচুর ভালবাসি। যেন এ ভালবাসার শেষ নেই । আমার সৌভাগ্য যে, সি আর আই এর মাধ্যমে চীনকে ব্যাপক জানার ও বোঝার সুযোগ হয়েছে । আমি কল্পনার চোখে সি আর আইএর মাধ্যমে প্রতিদিন স্বপ্নের চীনকে দেখি । তাতে কিছুটা হলেও চীনকে দেখার সাধ উপভোগ করি ।

    প্রিয় এস, এম গোলাম সারোয়ার , আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । আমরা নিয়মিতি আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি । প্রত্যেক বার আপনি সুন্দর সুন্দর চিঠি লিখেন । আমাদের এই মিতালী অনুষ্ঠানে আপনার চিঠি প্রায়ই পড়ে শোনানো হয়। আপনার মতো শ্রোতা পাওয়া আমাদের সুভাগ্য । আশি করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠঅন শুনবেন । আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের চিঠি লেখে জানাবেন । কারণ আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার ।

    সি আর আই এর বাংলা অনুষ্ঠান আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়

    নওযাবগন্জ জেলার শ্রোতা এম. জি. থারুক খান রাজ তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই এর বাংলা অনুষ্ঠান আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। কারণ এখন আমরা সি আর আই এর বাংলা অনুষ্ঠান তিনবার শুনতে পাই। আমাদের ক্লাবের সদস্যরা বিভিন্ন পেশায় কর্মরত। সুতরাং যখন কেউ কেউ সন্ধ্যার অনুষ্ঠান শুনতে না পারে তখন তারা পরের দিনের সকাল ৮টার অনুষ্ঠান শুনবে।আমাদের ক্লাবের সকলেই সি আর আইএর বাংলা অনুষ্ঠান পছন্দ করে। বাংলা অনুষ্ঠানের মান আরও উন্নত হবে আমাদের বিশ্বাস। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া আমাদের অনুষ্ঠান উন্নত হওয়া অসম্ভব। আশা করি, আগের মত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোন মতামত ও প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন।

    রাজশাহী জেলার শ্রোতা মো: মিঠুন উদ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। গত ৬ মাস আগে আমি আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছি। আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠান বেশ পছন্দ করি। বিশেষ করে সংবাদ, মিতালী, মুখোমুখি, স্বরলিপি অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আপনরা সকালে যে অনুষ্ঠান প্রচার করেন সেই অনুষ্ঠানের সব কিছু ঠিক রেখে যদি সংবাদ টুকু নতুন করে প্রচার করতেন, তাহলে আমার মনে হয় সকল শ্রোতার কাছে সেই সংবাদটুকু ভাল লাগবে।

    প্রিয় বন্ধু, আপনার এই পরামর্শ আমরা বিবেচনা করবো। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতা বন্ধুদের ভাল ভাল প্রস্তাব ও পরামর্শ খুবই দরকার। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত ও পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    পাবনা জেলার শ্রোতা মিটুন তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে । আমার হাতে সময় থাকলে আপনার অনুষ্ঠান মিস করি না । আমার বিশ্বাস আপনাদের অনুষ্ঠান ভবিষ্যতে আরও সন্দর হবে ।

    প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য । আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন । আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে চিঠি লিখে জানাবেন ।