চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন , বর্তমানে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার পরিস্থিতি শান্ত রয়েছে । সেখানকার সামাজিক শৃংখলা ইতোমধ্যে মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে ।
১৮ মার্চ পেইচিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ছিন কাং বলেন , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগ সম্প্রতি লাসায় সংঘটিত মারধোর , ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার মোকাবিলা করছে । তিনি বলেন , চীনের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে , দালাই চক্রের সুপরিকল্পনা ও উস্কানিতে এ সহিংস ঘটনা ঘটেছে । চীন আশা করে যে , সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংগঠন বাস্তব ঘটনার ওপর সম্মান প্রদর্শন করে ন্যায়সংগত অবস্থান নেবে ।
|