v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-18 18:38:01    
লাসা স্থিতিশীল

cri
    সাম্প্রতিক দিনগুলোতে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় একদল উচ্ছৃংখল ব্যক্তি লুটপাট ভাংচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জনগণের জানমালের ক্ষতি সাধন করছে । এই সহিংসতা ঠেকানোর জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগ আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিয়েছে । ১৭ মার্চ পেইচিংএ আয়োজিত একটি সংবাদ ব্রিফিংএ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান কিয়ানবা পানকোগ লাসা শহরে সংঘটিত হাংগামা সম্পর্কে দেশি বিদেশী সংবাদদাতাদেরকে অবহিত করেছেন । তিনি বলেন, এই সহিংসতা হলো দালাই চক্রের সংগঠিত ও পরিচালিত বিছিন্নতাবাদী কার্যক্রম। তা ছাড়া এই সহিংসতায় বিদেশের বিছিন্নতাবাদী শক্তির হাতও রয়েছে । তিনি বলেন, বতর্মানে লাসার পরিস্থিতি ক্রমশ স্থিতিশীল হচ্ছে ।

    ১৪ মার্চ সকালে ১১টার কাছাকাছি সময় কয়েকজন বৌদ্ধ ভিক্ষু লাসার উত্তর-পূর্ব দিকের মন্দির থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের ওপর পাথর , চুন ও গরম পানি ছুঁড়ে মারে । এর পর কতিপয় দুর্বৃত্ত রাস্তায় জড় হয়। তারা বিভিন্নতাবাদী শ্লোগান দিতে থাকে । সেখান থেকে লুটপাট , ভাংচুর ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ছাড়িয়ে পড়ে । এ সব দুর্বৃত্ত লাসা শহরের প্রধান প্রধান রাস্তার দোকাপাট, মাধ্যমিক ও প্রাথমিক স্কুল, হাসপাতাল, ব্যাংক , বিদ্যুত ও টেলিযোগাযোগ ব্যবস্থা, তথ্য মাধ্যম কার্যালয়ে লুটপাট ও ভাংচুর করে । তারা রাস্তায় চলাচলকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয় এবং পথচারীদেরকে ধাওয়া করে ইট ও পাথর ছুঁড়ে মারে । স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়ানবা পানকোগ বলেন, ঘটনা ঘটার পর , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল অবিলম্বে জোরোলো ব্যবস্থা নিয়েছে এবং আইন অনুযায়ী সহিংসতার ওপর আঘাত হেনেছে । তিনি বলেন,

    আগুন নেভানো ও আহতদেরকে চিকিত্সা দেওয়ার জন্য স্বায়ত্তশাসিত অঞ্চল কার্যকর পদক্ষেপ নিয়েছে । তা ছাড়া, স্কুল, হাসপাতল, ব্যাংক ও সরকারী সংস্থাগুলোতে প্রহরা জোরদার করা হয়েছে । আইন অনুযায়ী , লুটপাট, ভাংচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক অপরাধ কার্যক্রম দমন করা হয়েছে । বলবাহুল্য, সমাজের স্থিতিশীলতা , দেশের আইন এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন জাতির জনসাধারণের মৌলিক স্বার্থ রক্ষার জন্য এ সব ব্যবস্থা নেওয়া হয়েছে । বতর্মানে লাসা শহরের পরিস্থিতি ক্রমশ শান্ত হয়ে আসছে , সমাজের শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে এসেছে।

    এই সহিংসতায় ২১০টি বাড়িঘর ও দোকান আগুনে পুড়ে গেছে , ৫৬টি গাড়ী ভাংচুর বা আগুনে বিধ্বস্ত হয়েছে এবং ১৩জন নিরীহ মানুষ নিহত হয়েছে । চেয়ারম্যান ছিয়ানবা পানকোগ বলেন, দুষ্কৃতকারীরা অত্যন্ত নৃশংসভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। যেমন দুষ্কৃতকারীরা একজন নিরীহ মানুষের গায়ে গ্যাস ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করেছে। তিনি বলেন, বিশ্বে এমন কোন দেশ নেই যারা এ ধরনের সহিংসতা সহ্য করতে পারে । তিনি বলেন, দালাই চক্র পরিকল্পিতভাবে এবারের সহিংসতা সৃষ্টি করেছে । দেশকে বিছিন্ন করা এবং তিব্বতের ঐক্যকে ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে এই সহিংসতা জন্ম দেওয়া হয়েছে। তিনি বলেন,

    তথ্য প্রমাণ থেকে দেখা যায় যে , এবারের নাশকতামূলক তত্পরতা বিদেশে নির্বাসিত দালাই চক্রের উদ্যোগে ঘটেছে । এ বছর পেইচিংএ অলিম্পিক গেমস আয়োজিত হবে । এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের উদ্দেশ্য হল বতর্মানের স্থিতিশীল পরিস্থিতি বিনষ্ট করা ।

    তিনি বলেন, অপরাধের ওপর আঘাত হানার সময় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল দায়িত্বশীল মনোভাবের পরিচয় দিয়েছে । গোটা ঘটনা মোকাবেলার সময় কোনো মারাত্মক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়নি। তিনি আরও বলেন, গত কয়েক দশক ধরে চীন সরকার তিব্বতের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে । তিব্বতীদের জীবনযাত্রা উন্নত করার জন্য স্থানীয় সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে । তিনি বলেন, তিব্বতের স্থিতিশীলতা বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে । এতক্ষণ প্রতিবেদনটি শুনলেন । শোনার জন্য ধন্যবাদ।