রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে চীনের অন্তঃর্মঙ্গোলিয়ার বাণিজ্যিক উন্নয়নের গতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে এ দু'টি দেশের সঙ্গে তার বাণিজ্য ২০০৭ সালে অন্তঃর্মঙ্গোলিয়ার বৈদেশিক বাণিজ্যের মোট পরিমাণের ৪৭ শতাংশে দাঁড়িয়েছে। ১৮ মার্চ চীনের অন্তঃর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।
অন্তঃর্মঙ্গোলিয়া রাশিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্ত সংলগ্ন। এ সীমান্ত রেখার দৈর্ঘ্য ৪ হাজার কিলোমিটার। অর্থনীতি ও সম্পদের দিক থেকে এ অঞ্চল রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে পরস্পরের পরিপূরক হতে পারে।
চীনের অর্থনৈতিক স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, ২০০৭ সালে রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে অন্তঃর্মঙ্গোলিয়ার আমদানি ও রপ্তানি ক্ষেত্রের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে। সারা বছরে আমদানি ও রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ পৃথক পৃথকভাবে বেড়ে ৩ বিলিয়ন এবং ৭০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে , যা ২০০৬ সালের তুলনায় ৩০ শতাংশ ও ১৭ শতাংশ বেশি।--ওয়াং হাইমান
|