১৭ মার্চ ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি স্থাপনের কাজ অব্যাহত থাকবে । ইসরাইলের এ সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন ফিলিস্তিন দু'পক্ষের বৈঠকের স্তর কমিয়ে দিয়েছে।
এদিন ওলমার্ট সফররত জার্মানির প্রধানমন্ত্রী এন্জেলা মার্কেলের সঙ্গে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, হার হোমা হচ্ছে জেরুজালেমের একটি " অবিচ্ছেদ্য অংশ"। ইসরাইল সেখানে বসতি নির্মাণের কাজ অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসরাইল তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
মার্কেল বলেন, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনী যোদ্ধার রকেট হামলা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
জানা গেছে, এদিন জেরুজালেমে ফিলিস্তিনের শীর্ষ আলোচনা প্রতিনিধি আহমেদ কুরেইয়া ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ও শীর্ষ আলোচনা প্রতিনিধি জিপি লিভনির সঙ্গে ফিলিস্তিন-ইসরাইলের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। ইসরাইলের বসতি স্থাপনের বিরোধিতার জন্য কুরেইয়া ইসরাইলের সঙ্গে বৈঠকের স্তরও কমিয়ে দিয়েছেন। --ওয়াং হাইমান
|