v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-18 17:25:31    
জাতিসংঘের শান্তিরক্ষী পুলিশের সঙ্গে কসোভোর সার্বিয়ানদের সংঘর্ষ

cri
    ১৭ মার্চ ভোরে জাতিসংঘের শান্তিরক্ষী পুলিশ কসোভোর উত্তরাঞ্চলের মিত্রোভিকা শহরে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি আদালত  উদ্ধারের সময় কসোভোর সার্বিয়ানদের সঙ্গে সংঘর্ষ ঘটেছে । এ ঘটনায় ন্যাটোর ৮জন ফরাসী সৈন্য, জাতিসংঘের ১৩জন পুলিশ এবং ৫০জনেরও বেশি সার্বিয়ান আহত হয়েছে ।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সংঘর্ষের সময় ৩২জন সার্বিয়ানকে গ্রেফতার করা হয়েছে । পরিস্থিতি শান্ত হওয়ার পর বিকালে তাদের মুক্তি দেয়া হয় ।

    ১৭ মার্চ সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিক এক বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষী পুলিশ এবং ন্যাটো শান্তিরক্ষী বাহিনীকে কসোভোর সার্বিয়ানদের মোকাবিলায় বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন । বিবৃতিতে কসোভোর সার্বিয়ান নেতাদের মিত্রোভিকার পরিস্থিতি শান্ত করার আহ্বানও জানানো হয়েছে ।

    জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে মিট্রোভিকার হিংসাত্মক ঘটনার নিন্দা করেছেন । বিবৃতিতে স্থানীয় জনগণকে শান্তি ও সংযম বজায় রেখে গঠনমূলক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে । বিবৃতিতে বিভিন্ন পক্ষ হিংসাত্মক সংঘর্ষ সৃষ্টি হতে পারে এমন বক্তব্য দেবে না বলে আশা প্রকাশ করা হয়েছে ।

    নিরাপত্তা পরিষদের বর্তমান মাসের পালাক্রমিক চেয়ারম্যান, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি ছুর্কিন সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষী কর্মীদের সংশ্লিষ্ট সমস্যা সমাধানে বুদ্ধি ও সংযমের অভাব রয়েছে । তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষী কর্মীদের কসোভোর সার্বিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগের সময় সংযমী মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ।

    ১৭ মার্চ বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কসোভোর বিভিন্ন পক্ষকে সংশ্লিষ্ট প্রতিশ্রুতি মেনে চলে কসোভো ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি হয় এমন বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি সংযত আচরণ করার তাগিদও দিয়েছে । যাতে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যায় ।

    (ছাও ইয়ান হুয়া)