চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পানকগ ১৭ মার্চ পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিয়ে বলেছেন, লাসার পরিস্থিতি শান্ত হয়ে আসছে। স্থিতিশীল সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে।
ছিয়াংবা পানকগ বলেন, ১৪ মার্চ লাসা শহরে সংঘটিত গুরুতর সংহিস অপরাধের ঘটনা হচ্ছে দালাই চক্রের উদ্যোগে সাংগঠিত তত্পরতা। চীন দেশের ভেতর ও বাইরের তিব্বতের স্বাধীনপন্থীদের সহযোগিতায় এবারের এ সংহিস তত্পরতার সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে তিব্বতের বিভিন্ন জাতির জনগণ তীব্র ক্ষোভ ও নিন্দা করেছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল দ্রুতই সংশ্লিষ্ট সবাইকে কাজে লাগিয়ে আইন অনুসারে এই সহিংস তত্পরতার অবসান ঘটিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তিব্বতের বিভিন্ন জাতির জনগণের বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা এবং দেশের ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ও অবিচলিত থাকবে। তিব্বতের স্থিতিশীলতা নষ্ট করা এবং বিচ্ছিন্ন করার যে কোন অপচেষ্টা জনপ্রিয়তা পাবে না, তা অবশ্যই ব্যর্থ হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|