v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-17 20:34:13    
খেলার জগত

cri
    ক্রিকেট

    ইংল্যান্ডের জয়লাভ

    প্রথম টেস্টে হারার শিক্ষাটাকে কাজে লাগিয়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে পেরেছে । ওয়েলিংটনে অনুস্ঠিত দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে তারা ১২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে ।

    এর আগে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টে এক সেশন বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে আনায়াসে ১৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড । এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল নিউজিল্যান্ডের কাইল মিলস ।

    ওয়ানডে রেঙ্কিং শীর্ষে স্মিথ

    একদিনের ম্যাচের সাফল্য শুধু দক্ষিণ আফ্র্রিকা দলকেই রেঙ্কিং-এর শীর্ষে তুলে দেয়নি, দক্ষিণ আফ্রিকার অধিনায়ককেও ব্যাটিং-এর রেঙ্কিং-এর শীর্ষে তুলে এনেছে । মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে হটিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং রেঙ্কিং-এ তালিকার শীর্ষে উঠে এসেছেন গ্রায়েম স্মিথ । উল্লেখ্য যে, বাংলাদেশের বিপক্ষে শেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাওয়া সাফল্যই তাকে এই সেরা স্হানের সুযোগ করে দিল ।এ সিরিজে তিনি দুই ম্যাচে অপরাজিত থেকে ১৯৯ রান সংগ্রহ করেন ।এর আগে ওয়ানডে রেংকিংয়ে তার স্হান ছিল তৃতীয় । কিন্তু বাংলাদেশের তিন ম্যাচে ১৯৯ রান পাওয়ার পর প্রোটিয়াস অধিনায়কের ওয়ানডে রেটিংয়ে পয়েন্টে জমা হলো আরো ৪৪ নম্বর । এরফলে স্মিথ সহজেই শচীনকে পেছনে ফেলে ৭৯২ পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটিং রেংকিং-এ এক নম্বরে উঠে এসেছেন । তার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থেকে ৭৭৭ পয়েন্ট নিয়ে শচীন এখন দ্বিতীয় স্হানে নেমে এসেছেন । রেংকিংএর তৃতীয় স্হানে রয়েছেন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিং ।

    বাংলাদেশে ওয়ানডে খেলতে এসেছে আয়ারল্যান্ড

    সদ্য হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশের সংগে তিনটি একদিনের ম্যাচ খেলতে এসেছে আয়ারল্যান্ড দল । আগামী ১৮, ২০ ও ২২ মার্চ মিরপুর স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুস্ঠিত হবে । ১৯ সদস্য বিশিস্ট আয়ারল্যান্ড দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রেন্ট জনস্টন । এ দলে আরো রয়েছেন ১৫জন ক্রিকেটার । উল্লেখযোগ্য যে, গত বছর ১৫ এপ্রিল বিশ্বকাপের সুপার লীগে বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ড ৭৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করায় ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল । আয়ারল্যান্ড দলে যারা খেলবেন তারা হলেন : ট্রেন্ট জনস্টন (ক্যাপটেন), উইলিয়াম পোর্টারফিল্ড, কেইল ম্যাককালেন, কেভিরন ও'ব্রায়েন, নায়াল ও'ব্রায়েন, আন্দ্রে বোথা, আলেক্স কুসাক, রেইনহার্ট স্ট্রাইডম, থিনাস ফুউরি, গ্রে কিড, গ্রেগে থম্পসন, ইউইন মরগান, পল স্ট্রিলিং, ড্যাভিড ল্যাংফোর্ড স্মিথ, এবং ফিল ইগল স্টোন । দলে কোচ হিসেবে রয়েছেন ফিল সিমন্স ।

    টেনিস

    রাশিয়ার মারিয়া শারাপোভা এ বছর একটানা ১৫ তম ম্যাচে জয়লাভ করেছেন। ইন্ডিয়ান ওয়েলসে অনুস্ঠানরত প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে গতকাল শারাপোভা ৬-১ ও ৬-০ সেটে ফরাসি বাছাই স্টিফানি কোহেন আলোরোকে পরাজিত করেন । ২০০৬ সালের চ্যাম্পিয়ন চতুর্থ বাছাই শারাপোভা এদিন ৫৮ মিনিটের মধ্যেই প্রতিদ্বন্দ্বীর সার্ভিস পাঁচবার ব্রেক করে জয়ী হন । শারাপোভার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হলেন ড্যানিয়েলা হান্টুচোভা । পঞ্চম বাছাই হান্টুচোভা মার্কিন তরুণী অ্যান্জেলা হেনেসকে পরাজিত করেন ৬-১ ও ৬-২ সেটে । ২০০২ সালের ইন্ডিয়ানি ওয়েলসের শিরোপা বিজয়ী শ্লোভাক তরুণী দারুন খেলেছিলেন । দ্বিতীয় বাছাই ভেটলানা কুজনিটসোভা স্বদেশী রাশিয়ান একতেরিনা ম্যাকরোভাকে হারিয়েছেন ৬-১ ও ৬-১ সেটে । অস্টম বাছাই রাশিয়ার দিরানা সাফিন ও পোলিশ তরুণী আগানিজপ রাদোয়ানসকাও নিজ নিজ খেলায় জয়ী হয়েছেন । সাফিন ৭-৬ এবং ৭-৫ সেটে পরাজিত করেন জিল ক্রেবাসকে । রাদোয়ানসকা ৫-১,৬-১ এবং ৭-৬ সেটে হারান ইউক্রেনের মারিয়া কোরিটসেভাকে । চীনের পেং শুই ৬-১ ও ৫-৩ সেটে জয়লাভ করেছেন ইটালির কারিন ক্লপের বিরুদ্ধে ।

    পুরুষ বিভাগের প্রথম রাউন্ডে জয়ী হয়েছেন আমেরিকার স্যাম কুয়েরি এবং অস্ট্রিয়ার জুরগেন মিলজার ।

    দুইবার গ্র্যান্ড শ্লাম শিরোপা বিজয়ী রাশিয়ার মারাত সাফিন তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর হেরে গেছেন মেলজারের কাছে । ইটালির সিমোনে বোলেলিকে ২-১ সেটে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন আমেরিকার জোহান ইসমার । অন্যদিকে রোমানিয়ার এডিনা গোলোভাটসকে ৬-২ ও ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন ওয়ার্ন্ড নাম্বার ওয়ান ফ্রান্সের অ্যামেলি মরেসমো ।

    এদিকে এশিয়ার টেনিস তারকা ভারতীয় সুন্দরী সানিয়া মির্জাও ইউক্রেনের ওলগা স্যাবচুককে ৪-৬, ৬-১ ও ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন । ৩২ নম্বর রেংকিং-এ থাকা সানিয়া প্রথম সেট হারলেও পরবর্তী দু'টি সেট জিতে ম্যাচটি জিতে নেন সহজেই । আমেরিকার বেথেনিক ম্যাটেকের সংগে জুটি বেধে ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন এ টেনিস কন্যা । সানিয়া-ম্যাটেক জুটি দ্বিতীয় রাউন্ডে বেলারুশের তাতিয়ানা পাজচেক-আনাস্তাসিয়া রডিওনোভার সংগে লড়াই য়ে নামবেন । এর পগে সানিয়া টিয়ার আই ইভেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন ।

    ফুটবল

    লিভারপুলকে শেষ পর্যন্ত এড়াতে পারল না আর্সেনাল । চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুস্ঠিত হয়ে গেল শুক্রবার । আগামী ১ এপ্রিল শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও লিভারপুল । অপর দিকে ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন মানচেস্টার ইউনাইটেডের মুখো মুখি হবে সেরি এ জায়ান্ট রোমা । ।২০০৬ সালের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে জার্মান ক্লাব শালকে ০৪ এর বাপক্ষে । আর চেলসির প্রতিপক্ষ হবে তুরস্কের ক্লাব ফেনারবাখ । চ্যাম্পিয়ন লীগে লিভারপুল বরাবরই ফেভারিট । গত তিন আসরের দু'টিতেই ফাইনালে খেলছ অলরেডরা । আর্সেনাল-এর দুর্ভাগ্য, এবার লিভারপুলের মুখোমুখি হচ্ছে তারা কোয়ার্টার ফাইনালেই । গত বছর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় ম্যানইউ ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল রোমাকে । এবার কিন্তু টট্টিদের প্রতিশোধ নেয়ার পালা । সেমিফাইনালে চেলসি যদি ফেনারবাখকে হারাতে পারে তবে ইংলিশ প্রিমিয়ার লীগের একটি দল নিশ্চিতভাবে ফাইনালে খেলবে ।

    এবারে অন্যান্য খেলার খবর

    রাশিয়ার ২৫ বছরের তরুণী সবোলেভার আবার ও বিশ্ব রেকর্ড করেছেন । অনেকদিন ধরে বিশ্বের শিরোপা দূরে থাক মহাদেশীয় কোন প্রতিযোগিতাতেও ভালো কিছু করতে পারেন নি তিনি । তবে সবশেষে ভ্যালেন্সিয়ায় অনুস্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে আরেকটা শিরোপা নিজের করে নিলেন । এবার শুধু শিরোপা জেতাই নয় । এই ইভেন্টে নিজের করা গত ফেব্রুয়ারির বিশ্ব রেকর্ডকে আরও উজ্জ্বলতর করে তুললেন তিনি । এর আগে মস্কোতে ৩ মিনিট ৫৮.০৫ সেকেন্ডে করা রেকর্ড এবার নামিয়ে আনলেন ৩ মিনিট ৫৭.৭১ সেকেন্ডে । এদিন তার সংগে অন্য প্রতিযোগিরাও দৌড়ে সময় নিয়েছেন চার মিনিটেরও কম সময় ।