**চীন দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে অর্থ বরাদ্দের স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা গড়ে উঠেছে
চীনের শিক্ষা মন্ত্রী চৌ জি ১৪ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনে দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে অর্থ বরাদ্দের স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা গড়ে উঠেছে। প্রতি বছর চীন দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে ৫০ বিলিয়ন ইউয়ান সাহায্য দেয়। সাহায্য প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা দু কোটি।
চীন ও বিদেশী সংবাদদাতাদেরকে সাক্ষাত্কার দেওয়ার সময় চৌ জি বলেছেন, চীন বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার আওতায় ছাত্র-ছাত্রীদের ফি বা বেতন মওকুফ করা এবং ভর্তুকি দেয়ার নীতি কার্যকর করেছে।
**চীনে জ্বালানী সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর কাজে সফলতা
২০০৭ সালে চীনে জ্বালানী সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর কাজ আরো জোরদার হয়েছে এবং ব্যাপক সাফল্য এসেছে । ১১ মার্চ চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক শিয়ে চেং হুয়া এ কথা বলেছেন ।
তিনি বলেন , গত বছর চীনে জ্বালানী সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ ক্ষেত্রে পরিসংখ্যান , তদারকি ও জরিপ এবং পরিদর্শন সংক্রান্ত ধারাবাহিক নিয়ম কানুন প্রণয়ন করা হয়েছে । ফলে যে সব শিল্প বেশি জ্বালানী ব্যবহার করে ও অতিরিক্ত দূষিত পদার্থ নির্গমন করে , যে সব শিল্প প্রতিষ্ঠানে উত্পাদন সীমিত করা হয়েছে ।
|