v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-17 19:40:31    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/৩/১৭

cri

  আর্থ-সামাজিক উন্নয়নের ভারসাম্যহীন অবস্থার কারণে চীনের গ্রামাঞ্চলের স্কুলগুলোর মান অপেক্ষাকৃত নিচু, শিক্ষকরাও তেমন মানসম্মত নন। এ ছাড়াও রয়েছে নানা সমস্যা। গ্রামের শিশুদেরকে শহরের শিশুদের মতো সেরা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে চীনের বিভিন্ন স্তরের সরকার নানা চেষ্টা চালিয়ে আসছে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চিথান শহর সাম্প্রতিক বছরগুলোতে গ্রামাঞ্চলের স্কুলগুলোর জন্য বরাদ্দ বাড়িয়েছে এবং তাদের জন্য নতুন স্কুল ভবন নির্মাণ করেছে, শিক্ষার সাজ-সরজ্ঞাম কিনেছে। যাতে গ্রামীণ ছাত্ররাও শহরের ছাত্রদের সমমানের শিক্ষা গ্রহন করতে পারে। ১৭ মার্চ শিক্ষার আলো অনুষ্ঠানে লিলু এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 কানসু প্রদেশের তুনহুয়ান গুহা শিল্প চীনের বৌদ্ধ ধর্মশিল্পের রত্ন ভান্ডার। ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচী হিসেবে চীনের জাতীয় চারুকলা গ্যালারীতে ইতিহাসের বৃহত্তম তুনহুয়ান গুহা শিল্প প্রদর্শনী হাজার হাজার দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিদিন হাজার হাজার দর্শক এ প্রদর্শনী দেখতে আসেন এবং প্রদর্শনী কক্ষে প্রবেশের জন্য ধৈর্য সহকারে লাইনে দাঁড়িয়ে থাকেন। ১৮ মার্চ সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিয়াউ ছিয়েন আপনাদের তুনহুয়া গুহা শিল্প প্রদশর্নী সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শোনাবেন।

 রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা হচ্ছে রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক বার্তা সংস্থা। এই সংস্থার চীন শাখা অফিসের প্রধানের নাম গেনাদি ক্রিভোশেভ। তিনি চীনে টানা ১৫ বছর ধরে আছেন। একজন অভিজ্ঞ সংবাদদাতা হিসেবে তিনি অধিকাংশ চীনা নাগরিকের মতো বার্ষিক দু'টি অধিবেশন সম্পর্কে স্পষ্টভাবে জানেন। এখন তিনি এ দু'টি অধিবেশনের সাক্ষাত্কার নেয়ার জন্য ভীষণ ব্যস্ত। ১৯ মার্চ ভিন দেশির চোখে অনুষ্ঠানে শুয়েই ফেই ফেই এর কাছ থেকে আপনারা রুশ সংবাদদাতা ক্রিভোশেভের চোখে চীনের ঐ দুই অধিবেশন সম্পর্কে জানবেন।

 চীনের মঙ্গোলীয় জাতির লোক সংগীত অতি প্রাচীনকালের। গানের সুর থেকে বোঝা যায়, বিস্তীর্ণ অন্তর্মঙ্গোলীয় তৃণভূমির সুন্দর পরিবেশ এবং মঙ্গোলীয় জাতির অনন্য তৃণভূমি সংস্কৃতি। বিস্তীর্ণ তৃণভূমি থেকে সৃষ্ট মঙ্গোলীয় সংগীত তৃণভূমি সংস্কৃতির প্রতীক। আপনারা যদি চীনের মঙ্গোলীয় লোকসংগীত সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে ১৯ মার্চ ওরা অনন্য অনুষ্ঠানটি শুনতে ভুলবেন না।

 কৃষি প্রধান আনহুই প্রদেশ মধ্য চীনে অবস্থিত। চীনের গ্রামীণ সংস্কার অভিযানে আনহুই প্রদেশ চীনের বিভিন্ন অঞ্চলের গ্রামাঞ্চলের জন্য একটি আদর্শ ভূমিকা পালন করেছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা সুয়ে ফেই ফেই আনহুই প্রদেশের ছাওহো শহরের লুচিয়াং জেলায় সাক্ষাত্কার নিতে গিয়েছিলেন। এই জেলাকে এ প্রদেশের গ্রামীণ সংস্কারের একটি অগ্রণী জেলা বলে অভিহিত করা হয়। সেখানকার প্রযুক্তিগত পরামর্শ ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে জানাতে ২১ মার্চ সেই গ্রাম এই জীবন অনুষ্ঠানে থান ইয়াও খাং আপনাদের লুচিয়াং জেলায় নিয়ে যাবেন।

 বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)