চীনের জাতীয় খাদ্যবস্তু ও ওষুধ তত্ত্ববধান ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন , চীন ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস চলাকালে খাদ্যবস্তু ও ওষুধের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব দেবে ।
চীন ও অন্যান্য দেশের সাংবাদিকদের সংগে এক সাক্ষাত্কারে চীনের জাতীয় খাদ্যবস্তু ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরোর খাদ্যবস্তুর নিরাপত্তা সমন্বয় বিভাগের মহাপরিচালক সুন সিয়ান চে বলেন , চীন সর্বোচ্চ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী পেইচিং অলিম্পিক গেমসের খাদ্যবস্তু উত্পাদন ও সরবরাহ করবে । চীন সরকার অলিম্পিক গেমসের খাদ্যবস্তুর সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উত্পাদন পরিবেশ, নিরাপত্তার লক্ষ্যমাত্রা এবং মাংস জাতীয় খাদ্যবস্তুর এন্টিবায়োটিকের অবশিষ্টাংশের অবস্থা সার্বক্ষণিক তদারকি করবে ।
তাছাড়া জাতীয় খাদ্যবস্তু ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরো উত্তেজক পণ্য নিয়ন্ত্রণের জন্যে বিশেষভাবে উত্তেজক পণ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত নেতৃগ্রুপ গঠন করেছে ।
|