চীনের গৃহায়ণ এবং শহর ও গ্রাম নির্মাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছি চি বলেছেন , সস্তা ভাড়ার আবাসিক ব্যবস্থার কল্যাণে চীনের ৯ লাখ ৫০ হাজার নিম্ন আয়ের পরিবারের আবাসিক অবস্থার উন্নতি হয়েছে ।
চীন ও অন্যান্য দেশের সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে ছি চি আরো বলেন , সস্তা ভাড়ার আবাসিক ব্যবস্থা হচ্ছে চীনের প্রচলিত গৃহায়ণের নিশ্চয়তা বিধান ব্যবস্থার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ । গত বছর থেকে এ রকম আবাসিক ভবন নির্মাণের গতি লক্ষ্যণীয়ভাবে দ্রুত হয়েছে । এতে আরো বেশি সংখ্যক নিম্ন আয়ের পরিবার লাভবান হয়েছে ।
ছি চি বলেন , এ বছর সস্তা ভাড়ার আবাসিক ভবন নির্মাণ খাতে কেন্দ্রীয় সরকার ৬.৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । এটি গত বছরের চেয়ে ১.৭ বিলিয়ন বেশি । পাশাপাশি কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকেও এ খাতে বরাদ্দ বাড়ানোর নির্দেশ দিয়েছে ।
|