দারফুর সমস্যা সংক্রান্ত বিশেষ চীনা প্রতিনিধি লিউ কুই চিন পিপলস ডেইলি পত্রিকার সংবাদদাতাদেরকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, সুদানের দারফুর সমস্যায় চীন শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিভিন্ন পক্ষের কাছে গ্রহণযোগ্য স্থিতিশীল সমাধানের উপায় খুঁজে বের করার পক্ষপাতী।
তিনি বলেন, চীন মনে করে, বল প্রয়োগ কোনো সমস্যার সমাধান করতে পারে না। চীন চাপ প্রয়োগ করার বিরোধিতা করে। কারণ চাপ প্রয়োগ করে সমাধান করতে গেলে দ্বন্দ্ব আরো জটিল রূপ নেবে। চীন মনে করে, সুদানের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। দারফুর অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার করতে হবে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং সুদান সরকারের বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে একটি কার্যকর উপায়।
লিউ কুই চিন আরো বলেন, দারফুর সমস্যার সমাধানের পেছনে চীনের কোন ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। চীন একটি সার্বিক, স্থায়ী ও বাস্তব উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। (লিলি)
|