সম্প্রতি বিদেশের কয়েকটি প্রবাসী চীনা সংস্থা পৃথক পৃথকভাবে সম্মেলন, আলোচনাসভা ও বিবৃতির মাধ্যমে তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোটের বিরোধিতা করেছে ।
রাশিয়ায় চীনের শান্তিপূর্ণ একীকরণ উন্নয়ন সংস্থা ১৬ মার্চ মস্কোয় প্রকাশিত এক বিবৃবিতে তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তি সংক্রান্ত গণ ভোটের দৃঢ়ভাবে বিরোধিতা করেছে । বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্য গণ ভোট আসলে চীনের মূলভূভাগ থেকে তাইওয়ানকে বিছিন্ন করা এবং আইনগত দিক থেকে তাইওয়ানের স্বাধীনতার দিকে যাওয়ার এক বিপদজনক পদক্ষেপ । মস্কোয় উত্তর চীন এবং দক্ষিণ চীন প্রবাসী ব্যবসায়ী পরিষদ ১৫ মার্চ এক যৌথ বিবৃতিতে তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্য গণ ভোট ও স্বাধীন তাইওয়ান তত্পরতার বিরোধিতা করেছে ।
পর্তুগালের চীনা সাধারণ ব্যবসায়ী পরিষদ ও প্রবাসী চীনা সাধারণ পরিষদ সম্প্রতি আয়োজিত আলোচনাসভায় তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্য গণ ভোটের বিরোধিতা করেছে ।
১৫ মার্চ মিশর প্রবাসী চীনাদের প্রতিনিধিরা এক আলোচনাসভায় তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্য গণ ভোটের তীব্র নিন্দা করেছে। ১৪ মার্চ রাতে মালিয়েশিয়ার বিভিন্ন চীনা সংস্থা কুয়ালালামপুরে এক সম্মেলনে তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাহারের দাবী করেছে ।
এছাড়া, মেক্সিকোর লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ১২তম রাজনৈতিক দল ও নতুন সমাজ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে ১৫ মার্চ তাইওয়ানের জাতিসংঘে অন্তর্ভুক্তির জন্য গণ ভোটের বিরোধিতা করা সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে । প্রস্তাবে উল্লেখ করা হয় যে, জাতিসংঘ হলো সার্বভৌম দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা । তাইওয়ান চীনের ভূভাগের অবিছিন্ন অংশ হিসেবে তার জাতিসংঘে অন্তর্ভুক্তির যোগ্যতা নেই ।
(ছাও ইয়ান হুয়া)
|