চীনের জাতীয় খাদ্য ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরোর প্রধান সাও মিং লি ১৬ মার্চ পেইচিংয়ে বলেছেন , খাদ্য ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরো ইন্টারনেটে ওষুধের তথ্যের তত্ত্বাবধান আরো জোরদার করবে , যাতে ইন্টারনেটে ওষুধ তথ্যের প্রকাশ ও কেনাকাটার আচরণ সুসংহত করা যায় ।
খাদ্য ও ওষুধ নিরাপত্তার ওপর দেশ বিদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাও মিং লি বলেছেন , ইন্টারনেট তথ্য পরিসেবা পরিচালনার পদ্ধতিসহ বিভিন্ন নিয়ম অনুযায়ী , আইন লঙ্ঘন করা সব মামলার বিচারে অপরাধমূলক আচরণ বন্ধ করার নির্দেশনা দেয়া ছাড়াও এসব মামলা তথ্য ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হবে ।
তিনি আরো বলেন , বর্তমানে চীনের তথ্য শিল্প বিভাগ ইন্টারনেটে প্রকাশিত তথ্যের সত্যতা সম্পর্কিত কাজ শুরু করেছে । তা ওষুধ তত্ত্বাবধান বিভাগের ইন্টারনেটে অপরাধ তথ্য তত্ত্বাবধানের কাজের জন্য সহায়ক হবে । (শুয়েই ফেই ফেই)
|