চীনের জাতীয় খাদ্যবস্তু ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরোর উপ-মহাপরিচালক উ চেন ১৬ মার্চ বলেছেন , উত্তেজক পণ্য নিয়ন্ত্রণের জন্যে চীনের সংশ্লিষ্ট বিভাগ নানা ধরণের ব্যবস্থা নিয়েছে । এ ব্যবস্থাগুলোর মাধ্যমে চীন সরকার ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়া খেলোয়াড়দের জন্যে একটি সুষ্ঠু ও বিশুদ্ধ পরিবেশ সৃষ্টি করবে ।
উ চেন বলেন , চীনের সংশ্লিষ্ট বিভাগ উত্তেজক পণ্য উত্পাদনের উত্পত্তিস্থল পর্যবেক্ষণের কাজ জোরদার করেছে । তাদের নীতি অনুযায়ী উত্তেজক পণ্যভূক্ত ওষুধের প্যাকিংয়ের ওপর : "খেলোয়াড়দের খাওয়ার ব্যাপারে সচেতন" এ কথা উল্লেখ করতে হবে । তিনি আরো বলেন , চীন ইতোমধ্যে পেইচিং অলিম্পিক গেমস চলাকালে ওষুধের মজুদ ব্যবস্থা গড়ে তুলেছে । এ পর্যন্ত অলিম্পিক গেমস চলাকালে প্রয়োজনীয় ওষুধের তালিকা ও পরিমাণ নির্ধারণ করা হয়েছে ।
|