১৫ মার্চ ছিল বিশ্ব ভোক্তা অধিকার দিবস । এ উপলক্ষে চীনের বিভিন্ন স্থানে নানা ধরণের কর্মসূচী গ্রহণ করা হয় ।
গতকাল চীনের ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক ও পরিসেবা প্রতিষ্ঠান বৈচিত্র্যময় কর্মসূচী গ্রহণ করেছে । তাদের প্রধান প্রতিপাদ্য ছিল সত্যিকার পণ্য এবং সত্যিকার প্রাণ । রাজধানী পেইচিংয়ের সি তান বিভাগীয় বিপণীর কর্মচারীরা চীনা ও ইংরেজী ভাষায় প্রচার কাজ চালিয়েছেন , ক্রেতাদের জন্যে বিনা পয়সায় উপহার প্যাকিং করেছেন এবং নানা ধরণের পণ্যের গুণাগুণ ব্যাখ্যা করেছেন । এটি ক্রেতাদের যথেষ্ট সমাদর পেয়েছে ।
গতকাল চীনের জাতীয় পণ্যের গুণগত মান তত্ত্বাবধান ব্যুরোও পেইচিংয়ের বিখ্যাত ওয়াং ফুচিং বাণিজ্যিক কেন্দ্রে বড় আকারের প্রচার , পরামর্শ ও সেবামূলক তত্পরতার আয়োজন করেছে ।চীনের বেসামরিক বিমান চলাচল ব্যুরো সারা দেশে বিশ্ব ভোক্তা অধিকার সংক্রান্ত কর্মসূচী গ্রহণ করে । তার প্রধান প্রতিপাদ্য ছিল সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে অলিম্পিককে স্বাগত জানানো এবং শ্রেষ্ঠ পরিসেবা বর্ষ সৃষ্টি করা ।
তাছাড়া চীনের ত্রিশটিরও বেশি পেশাগত সমিতি গতকাল পেইচিংয়ে ভোক্তা ও দায়িত্ব নামে শীর্ষ পর্যায়ের এক ফোরামেরও আয়োজন করে ।
|