রাশিয়ার তৃতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা ১৫ মার্চ মস্কোয় শুরু হয়েছে । এ মেলায় চীনসহ ৬০টিরও বেশি দেশের কয়েক শো পর্যটন সংস্থা অংশ নিয়েছে ।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী সারগেই নারিশকিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে এবং পর্যটন শিল্পও সমৃদ্ধ হচ্ছে । গেলো বছর ৬০ লাখেরও বেশি পর্যটক রাশিয়া ভ্রমণ করেছে , তা ছাড়া , বিদেশ ভ্রমণকারী রাশিয়ানদের সংখ্যাও অনেক বেড়েছে ।
চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর মস্কো কার্যালয়ের পরিচালক ফেং লি থাও জানিয়েছেন , সাম্প্রতিক বছরগুলোতে আরো বেশি চীনারা রাশিয়া ভ্রমণ করতে ইচ্ছুক । গত বছর প্রায় ৭ লাখেরও বেশি চীনা ভ্রমণের জন্য রাশিয়ায় গিয়েছেন । চীনও রাশিয়ার নতুন পর্যটন গন্তব্যবস্থল হয়েছে । গেলো বছর চীনে আসা রাশিয়ান পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৩০ লাখ । (শুয়েই ফেই ফেই)
|