১৬ মার্চ চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে , সংস্কৃতি শিল্পের দ্রুত উন্নয়নের লক্ষ্যে এ বছর চীনের সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতি আরো সুসংহত করবে এবং সংশ্লিষ্ট বিভাগও আনুসংগিক পুঁজি বিনিয়োগ ও আহরণ সংক্রান্ত নীতি প্রণয়ন করবে ।
জানা গেছে , বর্তমানে চীনের সংস্কৃতি শিল্পের উন্নয়নের পথে মস্ত বড় বাধা হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি আহরণের সমস্যা । তবে এ বছর এ অবস্থার বিরাট পরিবর্তন ঘটবে । সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুঁজি আহরণের পথ সুগম করার লক্ষ্যে এ বছর চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের সংগে মিলে " সংস্কৃতি শিল্পে পুঁজি বিনিয়োগের পথনির্দেশক তালিকা" প্রকাশ করবে ।
তাছাড়া চীন সরকার জাতীয় পর্যায়ের সংস্কৃতি শিল্পের নিদর্শনমূলক ঘাঁটি নির্মাণের কাজ আরো জোরদার করবে । যাতে কিছু সংখ্যক অপেক্ষাকৃত প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রভাবশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায় ।
|