v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-16 17:17:15    
পাশ্চাত্য দেশগুলোয় ইরাক যুদ্ধ বিরোধিতার ব্যাপক বিক্ষোভ

cri
    ইরাক যুদ্ধের পঞ্চম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও বৃটেনসহ বিভিন্ন দেশের জনগণ ব্যাপক যুদ্ধ বিরোধি বিক্ষোভ করেছে।

    ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস আ্যনজেলসে প্রায় ১০ হাজার লোক যুদ্ধ বিরোধি বিক্ষোভে অংশ নিয়েছে । তারা ইরাক যুদ্ধ ঘটানোর  জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নিন্দা জানিয়ে মার্কিন সরকারকে ইরাক যুদ্ধের অবসানের তাগিদ দিয়েছে । ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণকারী একজন মার্কিন সৈন্য সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, যুদ্ধের ক্ষতিগ্রস্ত ইরাকী জনগণের পাশাপাশি ইরাক যুদ্ধে প্রতিবন্ধি ও নিহত মার্কিন সৈন্যদের জন্যও তিনি দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেন । তিনি বলেন, ইরাকে ঘটা সব ঘটনা দেখার পর তিনি আরও সংকল্পবদ্ধ হয়েছেন,  যে কোন মূল্যে এ ভায়বহ যুদ্ধের অবসান ঘটাতে হবে ।

    বৃটেনের জনগণও এদিন বৃটিশ সরকারকে ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের দাবী জানিয়ে বিক্ষোভের আয়োজন করে । বিক্ষোভের আয়োজক 'যুদ্ধ বিরোধী জোটের ' অনুমান অনুযায়ী লন্ডনে প্রায় ৪০ হাজার এবং গ্লাসগোয় প্রায় কয়েকশ' লোক বিক্ষোভে অংশ নিয়েছে ।

    একই দিনে ক্যানাডার ২০টি শহরে একই সাথে সরকারের আফগানিস্তানে সৈন্য মোতায়েনের মেয়াদ; বাড়ানোর জন্য যুদ্ধ বিরোধী বিক্ষোভ করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে ।

    ক্যানাডা টেলিভিশনের এক খবরে জানা গেছে, প্রায় এক হাজার লোক টরেনটোয় এক বিক্ষোভে অংশ নিয়েছে । বিক্ষোভকারীরা নতুনভাবে সৈন্য মোতায়েন না করা এবং সকল সৈন্য প্রত্যাহারের জন্য সোচ্চার দাবী জানায় ।

    উল্লেখ যে, ইউরোপের সুইডেন, ডেনমার্ক এবং নরওয়েতেও সম্প্রতি নানা ধরনের যুদ্ধ বিরোধী বিক্ষোভ আয়োজিত হয়েছে ।

    (ছাও ইয়ান হুয়া)