১৬ মার্চ উত্তর কোরিয়ার "রুদং সিনমুন" পত্রিকার খবরে প্রকাশ , উত্তর কোরিয়া ও রাশিয়ার রেলপথ বিভাগ সম্প্রতি দু'দেশের সীমান্তের রেলপথ ও উত্তর কোরিয়ার রাজিন বন্দর পুণর্নিমাণে চুক্তি স্বাক্ষর করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।
খবরে বলা হয়েছে , রাশিয়ার রেলপথ কোম্পানীর উপ ব্যবস্থাপকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি পিয়ংইয়ং সফর করেছে এবং উত্তর কোরিয়ার রেলপথ বিভাগের সঙ্গে আলোচনা করেছে । দু'পক্ষ উত্তর কোরিয়ার রাজিন ও রাশিয়ার খাসান মধ্যের রেলপথ এবং উত্তর কোরিয়ার রাজিন বন্দর পুণর্নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে , তা ছাড়া , দু'পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণ কাজ শুরু করা সম্পর্কিত সারসংক্ষেপে স্বাক্ষর করেছে । সীমান্তের রেলপথ ও রাজিন বন্দর পুণর্নির্মাণের কাজ দু'পক্ষই খুব সম্ভবত তাড়াতাড়ি শুরু করবে । (শুয়েই ফেই ফেই)
|