১৬ মার্চ অনুষ্ঠিত ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনের ষষ্ঠ পূর্ণাঙ্গ সভায় ভোটের ফলাফল অনুযায়ী, ওয়েন চিয়া পাও চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
এবারের পূর্ণাঙ্গ সভায় রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান ও সদস্যগণ নির্ধারিত হয়েছে এবং সর্বোচ্চ গণ আদালতের প্রধান ও সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের প্রধান অভিশংসক নির্বাচন করা হয়েছে।
ভোটের ফলাফল অনুযায়ী, নির্বাচিতরা হলেন কুও পো সিয়াং ও সুয়ে ছাই হুও চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওয়াং শেং চুন সর্বোচ্চ গণ আদালতের প্রধান এবং ছাও চিয়ান মিং সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের প্রধান অভিশংসক নির্বাচিত হয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|