ইসলামী দেশসমুহের ১১তম শীর্ষ সম্মেলন ১৪ মার্চ সেনেগালের রাজধানী ডাকারে শেষ হয়েছে এবং ইসলামী সম্মেলন সংস্থার নতুন সনদ গৃহীত হয়েছে।
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু বলেছেন, এবারের শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন সনদের সংশোধিত খসড়া হচ্ছে এই সংস্থার উন্নয়নের মাইলফলক। তিনি বলেন, নতুন সনদে আরো উন্নত জীবন, শিক্ষা ও চাকরিসহ নানা ক্ষেত্রে মুসলিমদের চাহিদার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
সম্মেলনে 'ডাকার ঘোষণা' প্রকাশিত হয়েছে। ঘোষণাটি ফিলিস্তিনী জনগণের সংগ্রামকে সমর্থন করে এবং সকল ধরনের সন্ত্রাসবাদ ও অন্ধবিশ্বাসের নিন্দা করে। ঘোষণায় বলা হয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা পালন করবে এবং দুর্যোগ প্রতিরোধ, পরিবেশ সমস্যার ওপর গুরুত্ব আরোপ করা ও দারিদ্র বিমোচনসহ নানা ক্ষেত্রে সদস্য দেশগুলোকে সাহায্য করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|