" পশ্চিমাঞ্চলে পুনরায় সবুজীকরণ প্রকল্প" শিরোনামে একটি আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রমসম্প্রতি হংকংয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । প্রকল্পটির মাধ্যমে চীনের পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকায় নতুন সবুজজাত ভূমি উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ রূপান্তরের চেষ্টাকরা হবে ।
" পশ্চিমাঞ্চলে পুনরায় সবুজীকরণ প্রকল্প" আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রম হংকং মার্কেটের চীনের গ্র্যান্ড ফরেষ্ট্রিএবং প্রিন্স চ্যারিটিস তহবিলের যৌথ উদ্যোগে কার্যকর করা হচ্ছে । সবার আগে অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের মরুভূমিতে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
জানা গেছে , এই প্রকল্পের প্রধান বিষয় হল " মরুভূমিতে মরূদ্যান সম্প্রসারণ" পরিকল্পনা । অর্থাত অন্তর্মঙ্গোলিয়া, কানসু , সিনচিয়াং, ছিনহাই, ও নিংসিয়াসহ পাঁটটি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে বালি প্রতিরোধ সক্ষম এমন ধরণের উদ্ভিদ লাগানো এবং জৈব বিদ্যুত উত্পাদন প্রকৌশলের উন্নয়ন করা । যাতে স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের উন্নতি করা যায় । -- চুং শাওলি
|