দু'দিনব্যাপী ই.ইউর বসন্তকালীন শীর্ষ সম্মেলন ১৪ মার্চ ব্রাসেলসে শেষ হয়েছে। এবারের সম্মেলনে প্রধানত 'লিসবন কৌশল' সংক্রান্ত নতুন পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি এবং আর্থিক বাজারের অস্থিরতা মোকাবিলার নীতি নিয়ে আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্মেলনে 'লিসবন কৌশল'-এর পরবর্তী তিন বছরের কার্যক্রম পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবং অবিলম্বে কাজ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। সম্মেলনে জোরালো ভাষায় উল্লেখ করা হয়েছে যে, ই.ইউ চিন্তা-চেতনার নতুনত্ব, বাণিজ্যিক পরিবেশ উন্নয়ন, শ্রম বাজার সংস্কার এবং জ্বালানি ও জলবায়ু পরিবর্তন এই চারটি অগ্রাধিকার ক্ষেত্রকে অগ্রাধিকার প্রদান করে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করবে।
এবারের শীর্ষ সম্মেলনে ই.ইউর বিভিন্ন সদস্য দেশ এ বছরের মধ্যে গ্রীন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমানোর লক্ষ্যবস্তু ভাগাভাগি করার ব্যাপারে রাজনৈতিক ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছে। যাতে আগামী বছর সংশ্লিষ্ট আইন অনুমোদনের উদ্যোগ নেয়া হবে। সম্মেলনে জোর দিয়ে বলা হয়েছে, ই.ইউ আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সহযোগিতা নিবিড় করে বিশ্বজুড়ে 'কিয়োতো প্রটোকোল' এর প্রতিশ্রুত প্রথম মেয়াদের পর নিঃসরণের পরিমাণ কমানো সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|