১৫ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনের পুর্ণাংগ অধিবেশনে চি চিন পিং চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ।
সি চিন পিং , হান জাতিভূক্ত , ১৯৫৩ সালে তার জন্ম । ১৯৭৪ সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন । চাকরির পাশাপাশি স্নাতকোত্তর ও আইন বিষয়ে ডক্টরেটকরেন । শিক্ষিত যুবক হিসেবে তিনি সানসি প্রদেশের ইয়ান ছুয়ান জেলায় কর্মরত ছিলেন , পরে ছিংহুয়ান বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের মৌলিক জৈব সংশ্লেষণ বিষয়ে লেখাপড়া করেন । ১৯৮২ সাল থেকে তিনি হো পেই ও ফু চিয়ান সহ বিভিন্ন প্রদেশে কাজ করেছেন । ফু চিয়ান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর , চে চিয়াং প্রাদেশিক কমিটির উপ সম্পাদক, সাংহাই পৌর কমিটির সম্পাদক ছিলেন । ২০০৭ সালে সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক হন ।
|