মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ১১ মার্চ ২০০৭ সালে বিভিন্ন দেশের ওপর তথাকথিত যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে , তার তীব্র নিন্দা জানিয়ে গত কয়েক দিনে সুদান , সিরিয়া ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা আলাদা বিবৃতি দিয়েছে ।
১৩ মার্চ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় , যুক্তরাষ্ট্রের রিপোর্ট অবাস্তব ও অন্যায্য । তা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার বিষয়ক প্রকৃত অবস্থা উপেক্ষা করেছে ।
এ দিন সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে সিরিয়ান টাইমসের খবরে জানা গেছে , গাজা অঞ্চলে ইসরাইল মানবাধিকার লংঘন এবং শিশু হত্যা করার যে অপচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করেছে ।
১২ মার্চ ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রী কার্লোস মোরেলস তার বক্তৃতায় বলেছেন , গুয়ান্তানামো কারাগার ও ইরাকে যুক্তরাষ্ট্র যে অপকর্ম করেছে , তার নিন্দা করা উচিত । ডোমিনিকান প্রজাতন্ত্রের মানবাধিকারের বিরুদ্ধে অভিযোগ তোলার যোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই । (থান )
|