v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-14 19:15:22    
ওয়াটার স্কিং বিশ্ব চ্যাম্পিয়নশীপ ছেন লিলি

cri
গত বছর অক্টোবর মাসে চীনা ওয়াটার স্কি ক্রীড়াবিদ ছেন লিলি পেইচিং অলিম্পিক গেমসের মশাল বহণকারী নির্ধারিত হন। এখন তিনি সিছুয়ান প্রদেশের ছিয়ংহাই জল ক্রীড়া স্কুলে অনুশীলন করছেন। তিনি বলেন, 'প্রথমার্ধে আমি অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সেজন্য এখন আমি অলিম্পিক গেমস ২০০৮'র জন্য প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি।'

১৯৮৭ সালে ছেন লিলি সাংহাইতে জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়স তিনি সাংহাই ওয়াটার স্কি দলে যোগ দেন। ২০০২ সাল থেকে তিনি সিছুয়ান প্রদেশের সিছাং শহরের ছিয়ংহাই জল ক্রীড়া স্কুলে অনুশীলন করেন। ছিংহাই জল ক্রীড়া স্কুল হল চীনের বিখ্যাত্ ওয়াটার স্কি অনুশীলন কেন্দ্র। এ স্কুলে আসার এক বছর পর ছেন লিলি বিশ্বে সাঁতারের সবচেয়ে কঠিন বিষয় 'সুপারম্যান ফ্লাই' অনুশীলন শুরু করেন।

অনুশীলন অনেক কঠিন। তার পরও ছেন লিলি কয়েক মাস ধরে তার অনুশীলন চলিয়ে যান। তিনি প্রতি দিন প্রায় ৫ ও ৬ বার তিনি ডুবে যান। বিশেষ করে, শীতকালে পানি অনেক ঠান্ডা। কিন্তু ছেন লিলি কখনো অনুশীলন ত্যাগ করেন নি।

২০০৪ সালের অক্টোবর মাসে ১৭ বছর বয়সী ছেন লিলি প্রচেষ্টার মাধ্যমে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়াটার স্কি বিশ্ব কাপে স্বর্ণপদক লাভ করেন। এটি হল ছেন লিলি ও চীনের প্রথম ওয়াটার স্কি স্বর্ণপদক লাভ। ২০০৫ সালের জুলাই মাসে তিনি জার্মানীতে অনুষ্ঠিত বিশ্ব গেমসের নারীদের ওয়াটার স্কিতে বিশ্ব চ্যাম্পিয়নশীপ লাভ করেন। এটি হল চীনের বিশ্ব গেমসে অর্জিত প্রথম ওয়াটার স্কিতে চ্যাম্পিয়নশীপ লাভ।

ছেন লিলির বাবা মার সঙ্গে পুনর্মিলনের সুযোগ অনেক কম। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি সবসময়ই নিজের ক্রীড়ার মান উন্নত করার ব্যস্ত থাকেন। তাঁর কোনো ক্লান্তি লাগে না। তিনি চীনের জল ক্রীড়ার উন্নয়নের চেষ্টা করবেন।

ছেন লিলি সাংবাদিকদের কাছে বলেন, ওয়াটার স্কি এখনো অলিম্পিক গেমসের ইভেন্ট হয়নি। কিন্তু ক্রীড়া ইভেন্টগুলোর মনোভাব একই। তিনি চীনাদের আরো বেশি ওয়াটার স্কি জানা ও পছন্দ করানোর চেষ্টা করবেন। তিনি বলেন, যদি তিনি পেইচিং অলিম্পিক গেমসের মশাল বহণকারী নির্বাচিত হন, তাহলে তিনি এ সুযোগকে কাজে লাগিয়ে চীনা নাগরিকদেরকে ব্যাপকভাবে ওয়াটার স্কির কথা জানাবেন ও প্রচার করবেন। তিনি আরো বলেন, 'আমি ভবিষ্যতে অনুশীলনে আরো অবিচলিত থাকবো এবং আরো সাফল্য লাভ করবো।'

এখন কোচরা আরো কঠিন পর্যায়ের ক্রিয়াকলাপ সৃষ্টি করেন। ছেন লিলি তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে অলিম্পিক মনোভাব প্রদর্শন করবেন।