v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-14 18:50:59    
অলিম্পিক গেমস নাগরিকদের অনেক সুযোগ-সুবিধান এনে দিয়েছে

cri
    পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসছে । অলিম্পিকক গেমসের প্রস্তুতির কাজ পুরোদমে চলছে । পেইচিংবাসী ইতোমধ্যেই নাগরিকরা অনুভব করতে পারছেন যে অলিম্পিক গেমসের প্রস্তুতি তাদের অনেক উপকার এনে দিয়েছে ।

    ২৪ বছর তরুনী চান মিন পেইচিংয়ের একটি কোম্পানিতে চাকরী করেন । তিনি বলেন , পেইচিংয়ের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে আরো সুবিধাজনক হয়েছে । পাবলিক বাসের লাইন আগের চেয়ে বেড়েছে , বাসের সংখ্যাও বেড়েছে । আমার বাড়ির কাছে দুটি বাস লাইন ছিল , এখন চারটি লাইনের বাসে করে আমি বাসায় পৌঁছাতে পারি । এতে প্রতি দিন আমার পথের সময় এক ঘন্টা কমে গেছে । এছাড়া বাস ভাড়া অনেক কমেছে , ভাড়া মাত্র ০.৪ ইউয়ান ।

    পেইচিংয়ের পরিবেশ উন্নত করার জন্য ১৪০টি দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধ বা স্থানান্তরিত করা হয়েছে । দশ হাজার পুরনো বাস ও ৫০ হাজার পুরনো ট্যাক্সি বাদ দেওয়া হয়েছে , এখন পেইচিংয়ের রাস্তায়চার হাজার প্রাকৃতিক গ্যাস চালিত বাস চলাচল করছে । পেইচিংয়ের বায়ুর মান সম্পর্কে পেইচিংয়ের ডেপুটি মেয়র লিউ চিন মিং বলেন , পেইচিংয়ের বায়ুর মান টানা নয় বছর ধরে উন্নত হচ্ছে । গত বছর বায়ুর মান ভালো ও মোটামুটি ভালো এমন দিনের সংখ্যা ৬৭.৪ শতাংশ ছিল । এ বছরের প্রথম দু মাসে বায়ুর মান ভালো বা মোটামুটি ভালো এমন দিন বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে ।

    অলিম্পিক গেম্স চলাকালে যানজট সমস্যা নিরসনের জন্য পেইচিং পৌর সরকার পাবলিক যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা নিয়েছে । এর জন্য বাস ও পাতাল রেলের টিকিটের দাম কমানো হয়েছে । ৫ নম্বর পাতাল রেল লাইন চালু হয়েছে । প্রতি দিন ৫ লাখ মানুষ পাতাল রেলে আসা-যাওয়া করে । অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে আরো তিনটি পাতাল রেল লাইন চালু হবে । এটা পেইচিংয়ের যানজট সমস্যা নিরসনের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা ।

    অলিম্পিক গেমসের জন্য পেইচিং মোট ৩৭টি স্টেডিয়ান নির্মাণ করেছে । এখন ৩৬টি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হযেছে । জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টের নির্মাণকাজ এপ্রিল মাসে শেষ হবে । অলিম্পিক গ্রামের কাজও মোটামুটি শেষ হয়েছে । অলিম্পিক গেমসের পর বেশির ভাগ স্টেডিয়াম নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে । ডেপুটি মেয়র লিউ চিন মিন বলেন , জাতীয় সাঁতার কেন্দ্র ওয়াটার কিউবিকের মোট আসন সংখ্যা ১৭ হাজার , অলিম্পিক গেমসের পর কেন্দ্রটি পুনর্নিমান করা হবে । তখন আসন সংখ্যা ৬ হাজার হবে । বাকী ১১ হাজার আসনের স্থানে প্রমোদ বা ক্রীড়া ক্লাব পুনর্নিমান করা হবে । অলিম্পিক গেমসের সময় জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টের টিকিটের দাম নাগরিকদের নাগালের মধ্যে থাকবে হবে , যাতে সাধারণ মানুষ এ স্টেডিয়ামে প্রতিযোগিতা উপভোগের সুযোগ পায় ।

    অলিম্পিক গেমসের পর অলিম্পিক গ্রামও পুনর্নির্মান করা হবে । সেখানে একটি পার্ক তৈরী করা হবে , বাকি অংশ নাগরিকদের বসতবাড়ি হিসেবে ব্যবহার করা হবে ।

উদ্যোগক্ত শহর পেইচিং ছাড়া অলিম্পিক গেমসের সহযোগী শহর হংকং , সাংহাই , থিয়েনচিং , সেনইয়াং , ছিনতাও ও ছিনহুয়ানতাওয়ের নাগরিকরাও সুবিধা পাবেন । পেইচিং ও ছয়টি সহযোগী শহরের নাগরিকরা সোত্সাহে একটি শ্লোগান তুলেছেন । শ্লোগানটি হলো আমরা সবাই স্বাগতিক ও স্বেচ্ছাসেবক । এ ৭টি শহরের নাগরিকরা ইংরেজি শেখার চেষ্টা করছে । এক কথায় অলিম্পিক গেমস চীনাদের জন্য বাস্তব কল্যান বয়ে এনেছে । অলিম্পিক গেমসের জন্য আমরা স্টেডিয়াম , পাতাল রেল স্টেশন ও অবকাঠামো নির্মান করেছি । এর পাশাপাশি অলিম্পিক গেমসে বিভিন্ন দেশের জনগণের মধ্যে বিনিময় বেড়েছে , নাগরিকরা অলিম্পিক গেমস সম্পর্কে আরো বেশি তথ্য পাবেন ।