১৩ মার্চ সেনেগালের রাজধানী ডাকারে ইসলামি সম্মেলন সংস্থা ও আই সি'র ১১তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বেশির শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই ইতনোর সঙ্গে বৈঠক করেছেন এবং দু'দেশের সীমান্ত সংঘর্ষ বন্ধ করা সংক্রান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তিতে দু'দেশের সকল সশস্ত্র সংস্থার অভিযান এবং দু'দেশের ভূমিতে অনুপ্রবেশ করে সে দেশের নিরাপত্তায় হুমকি তৈরি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এ ছাড়া দু'দেশের অভিন্ন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও তত্ত্বাবধানের জন্য ডেমোক্রেটিক কঙ্গো, লিবিয়া, সেনেগাল, গ্যাবোন ও ইরিত্রিয়াসহ বিভিন্ন দেশ এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে শান্তি ও নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করা হবে।
(খোং চিয়া চিয়া)
|