চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের ১১তম রাষ্ট্রীয় কমিশনের প্রথম অধিবেশন ১৪ মার্চ সকালে পেইচিংয়ে শেষ হয়েছে। হু চিন থাও , উ পাং কুও , ওয়েন চিয়া পাও এবং অন্যান্য রাষ্ট্রীয় নেতারা সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন।
এ অনুষ্ঠানে জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের পুনর্নির্বাচিত চেয়ারম্যান চিয়া ছিং লিন সভাপতিত্ব করেন। তিনি বলেন, উন্নয়নের নতুন পরিবর্তন এবং জনগণের নতুন প্রত্যাশার মধ্যে সংগতি রাখার জন্য গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের উচিত নিজের বৈশিষ্ট্য ও শক্তি কাজে লাগানো। এর জন্য রাজনৈতিক পরামর্শ, গণতান্ত্রিক তত্ত্বাবধান এবং রাজনৈতিক কর্মকান্ডে সামিল থাকার দায়িত্ব পালন করতে হবে । সার্বিক সচ্ছল সমাজ গঠন এবং চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের উন্নয়নে নতুন অবদান রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করা হচ্ছে গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের দায়িত্ব পালনের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়।
এদিন সমাপনী অনুষ্ঠানে রাজনৈতিক পরামর্শ পরিষদের স্থায়ী কমিটির কার্যবিবরনী, প্রস্তাবের পর্যালোচনা রিপোর্ট এবং রাজনৈতিক প্রস্তাব ভোটের মাধ্যমে গৃহীত হয়।
চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর হয় । এগারো দিনব্যাপী সম্মেলনে চীনের বিভিন্ন সম্প্রদায়ের ২ হাজারেরও বেশি জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের সদস্য রাষ্ট্রীয় নীতি-মালা এবং জনগণের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট চলমান সমস্যা নিয়ে মতামত তুলে ধরেছেন এবং জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ পরিষদের চেয়ারম্যানসহ নতুন দফার অন্যান্য নেতা নির্বাচিত হয়েছেন। --ওয়াং হাইমান
|