তিব্বতের কুং কা জেলা ও লাসা শহরের তুই লুং তে ছিং জেলায় বার্ড ফ্লু'র সংক্রমণ থেমে গেছে। এ ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হয়নি। ১৩ মার্চ চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
তিব্বতের সংশ্লিষ্ট বিভাগের রিপোর্টে বলা হয়েছে, বার্ড ফ্লু-পীড়িত এলাকা সিল করে দেওয়া, আক্রান্ত হাঁস-মুরগি নিধন, জীবানুমুক্তকরণ এবং হাঁস-মুরগীর ওপর জরুরি পরিকল্পিত নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেয়ার ফলে রোগের নতুন বিস্তার ঘটেনি।
১২ মার্চ তিব্বতের কুং কা ও তুই লুং তে ছিং জেলার স্থানীয় সরকার পৃথক পৃথকভাবে বন্ধ করে দেওয়া ভাইরাস কবলিত অঞ্চলগুলো আবার উমুক্ত করে দিয়েছে।
এ ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য কৃষি মন্ত্রণালয় গৃহপালিত হাঁস-মুরগীর স্থানীয় চিকিত্সা সংস্থাগুলোকে অব্যাহতভাবে বার্ড ফ্লু তত্ত্বাবধানের অনুরোধ জানিয়েছে।--ওয়াং হাইমান
|