সম্প্রতি কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার সূত্রে জানা গেছে, চলতি বছর কুয়াং সি ৫৬ কোটি রেনমিনপি বরাদ্দ করে গ্রামীণ পানীয় জলের নিরাপত্তা প্রকল্প চালু করবে এবং ১৫ লাখ গ্রামীণ মানুষের পানীয় জল সমস্যার সমাধান করবে।
*শ্যানসি প্রদেশের শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৭ সালের শেষ নাগাদ চার বছরে মোট ৬৩ কোটি রেনমিনপি ব্যয়ে শ্যানসি প্রদেশের "গ্রামাঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের আধুনিক দূরশিক্ষণ ব্যবস্থার নির্মাণ কাজ শেষ হয়েছে। সারা প্রদেশের ১১টি শহরের ১০৪টি জেলার ২৪ হাজার ৮'শ ৬০টি গ্রামীণ মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে এ ধরণের ব্যবস্থা চালু হয়েছে। ফলে শহরের সঙ্গে গ্রামের শিক্ষার ভারসাম্যমূলক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
*সম্প্রতি শানসি "কৃষি প্রযুক্তিবিদ গ্রামে পাঠানোর"কার্যক্রম শুরু করেছে। চলতি বছর এই প্রদেশ মোট ১০ হাজারেরও বেশি প্রযুক্তিবিদকে গ্রামে পাঠাবে। তারা সারা প্রদেশের কৃষি উত্পাদন এবং গ্রামাঞ্চলের নির্মাণ কাজে প্রযুক্তিগত সমর্থন যোগাবেন।
*২০০৭ সালের শেষ নাগাদ নিং সিয়ায় মোট ২৩১৯টি গ্রামীণ দোকান সংস্কার ও নির্মাণ করা হয়েছে এবং মোট ১২০০টি সার্বিক গ্রামীণ তথ্য সেবা কেন্দ্র নির্মিত হয়েছে।
চলতি বছর থেকে নিং সিয়া তিন বছরের মধ্যে সারা অঞ্চলে আরো ৪৬০০টি গ্রামীণ দোকান সংস্কার ও নির্মান করবে। ফলে জিনিস কেনার ক্ষেত্রে কৃষকদের অসুবিধা দূর হবে। (লিলি)
|