এ বছরের ১২ মার্চ চীনের ৩০তম বৃক্ষরোপণ দিবস। স্বেচ্ছায় বৃক্ষরোপণের জাতীয় আন্দোলন চালু হওয়ার পর থেকে ২০০৭ সালের শেষ নাগাদ, চীনে ১ হাজার ৯৮ কোটি মানুষ স্বেচ্ছায় মোট ৫ হাজার ১৫৪ কোটি গাছ লাগিয়েছে।
বৃক্ষরোপণ নিজের বাড়ি সুন্দর ও সবুজ করে তোলার পাশাপাশি বন সম্পদ সম্প্রসারন, পানি ও মাটির ক্ষয় রোধ, কৃষি ভূমি সংরক্ষণ, জলবায়ু নিয়ন্ত্রণ ও অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। বন সংরক্ষণ ও সমুদ্ধ করার ক্ষেত্রে মানুষকে সচেতন করে তোলার জন্য বিশ্বের অনেক দেশ নিজ নিজ বাস্তবতা অনুযায়ী, আইন প্রণয়ন এবং বৃক্ষরোপণ দিবস ও সপ্তাহ পালানের মাধ্যমে একে আন্দোলনে রূপ দিয়েছে। যেমনঃ
প্রতি বছর ২ মার্চ হচ্ছে উত্তর কোরিয়ার বৃক্ষরোপণ দিবস।
৫ ডিসেম্বর জাতীয় দিবসই হচ্ছে থাইল্যান্ডের বৃক্ষরোপণ দিবস।
প্রতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারতে জাতীয় বৃক্ষরোপণ দিবস পালিত হয়।
প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার হচ্ছে ফিলিপাইনের বৃক্ষরোপণ দিবস।
প্রতি বসন্তকালে জাপান বৃক্ষরোপণ দিবস ও সবুজায়ন সপ্তাহ পালন করে।
প্রতি বছরের ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হচ্ছে ব্রিটেনের জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ।
মার্চ মাস হচ্ছে ফ্রান্সের সবুজায়ন মাস এবং এর শেষ দিন অর্থাত্ ৩১ মার্চ তাদের বৃক্ষরোপণ দিবস।
সুইডেন প্রতি বছরের মার্চ মাসে বন সপ্তাহ পালন করে।
প্রতি বছর ২১ জানুয়ারি হচ্ছে ইতালির বৃক্ষরোপণ দিবস।
প্রতি বছর ২ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বুলগেরিয়া ঐতিহ্যবাহী বন সপ্তাহ পালন করে।
প্রতি বছরের সেপ্টেম্বর থেক নভেম্বর মাস পর্যন্ত ত মাস ধরে চলে মিসরের বৃক্ষরোপণ অভিযান।
প্রতি বছরের ২১ সেপ্টেম্বর হচ্ছে ব্রাজিলের বৃক্ষরোপণ দিবস।
১২ অক্টোবর কলম্বিয়ার বৃক্ষরোপণ দিবস।
প্রতি বছরের ২১ জুন বৃক্ষরোপণ দিবস ও শিক্ষক দিবস এক সঙ্গে পালন করে এল সালভাদর।
মেক্সিকোয় প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে বৃক্ষরোপণ অভিযান চালানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য আলাদা আলাদা বৃক্ষরোপণ দিবস আছে। বিভিন্ন অঞ্চলের আলাদা জলবায়ু'র কারণে সেখানে সারা দেশে একই দিনে বৃক্ষরোপণ দিবস নয়।
|