১৩ মার্চ ভোরে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী উত্তর গাজা এলাকায় বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীর জনৈক মুখপাত্র বলেন, এ দিন ইসরাইলী বাহিনী গাজা এলাকার উত্তরাঞ্চলের বেইট হানুন শহরের একটি রকেট উত্ক্ষেপন কেন্দ্রের ওপর হামলা করেছে। তিনি আরো বলেন, ১২ মার্চ সন্ধ্যা হতে গাজা এলাকা ইসরাইলের দক্ষিণাঞ্চল ফিলিস্তিনের সশস্ত্র জঙ্গীদের ছোঁড়া ১২টি রকেটের মধ্যে ২টি সদেরোত শহরে পড়েছে। এতে একটি স্থাপত্য বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয় নি।
ফিলিস্তিনের চিকিত্সা ও স্বাস্থ্য বিভাগের খবরে জানা গেছে, ইসরাইলী বাহিনীর বিমান হামলায় কেউ হতাহত হয় নি।
(খোং চিয়া চিয়া)
|