চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'এর আমন্ত্রণে ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট অ্যালান গারসিয়া পেরেজ চীনে রাষ্ট্রীয় সফর করবেন।
১৩ মার্চ পেইচিং-এ এক নিয়মিত সংবাদ ব্রিফিং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং এ খবর জানিয়েছেন।
(খোং চিয়া চিয়া)
|