১৩ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিং-এ এক নিয়মিত সংবাদ ব্রিফিং-এ ঘোষণা করেছেন, পূর্ব সমুদ্র সমস্যায় চীনের অবস্থান ও কার্যক্রম পুরোপুরি আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ।
তিনি বলেন, 'জাতিসংঘ সমুদ্র কনভেনশন' অনুযায়ী, চীন ও জাপানের প্রথমে আলোচনা ও সংলাপের মাধ্যমে সংশ্লিষ্ট মতভেদ নিরসন করা উচিত। বর্তমানে উভয়'পক্ষ মনে করে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে থেকে সক্রিয়ভাবে 'বিরোধ দূরে সরিয়ে রেখে, অভিন্ন উন্নয়ন' নিয়ে আলোচনা করা উচিত। এটা দু'পক্ষের জন্যই কল্যানকর হবে।
(খোং চিয়া চিয়া)
|