আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম টানা ৬ দিন ধরে ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নিউইয়র্কের ১২ মার্চ পণ্য বিনিময় বাজার কমেক্স-এর অশোধিত তেলের ফিউচার্স দাম ব্যারেল প্রতি ১১০.২০ মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে প্রথম বারের মতো তেলের দাম ১১০ মার্কিন ডলার অতিক্রম।
বিশ্লেষকরা বলেছেন, সাধারণত বিশ্ব বাজারের চাহিদা বাড়িয়ে দিয়ে সরবরাহে ঘাটতি তৈরি করা এবং ফটকাবাজির মাধ্যমে বাজার অস্থির করে তোলা কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এতোটা বেড়ে গেছে। পাশাপাশি তারা বলেছেন, মার্কিন ডলারের ধারাবাহিক দরপতন সম্প্রতি অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার আরেকটি কারণ। (খোং চিয়া চিয়া)
|