১২ মার্চ পাকিস্তানের আদালত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী, পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে আরেকটি দুর্নীতির খারিজ করে দিয়েছে । এ নিয়ে তার বিরুদ্ধে ৭টি অভিযোগের মধ্যে ৬টি খারিজ হয়ে গেল । বেনজির ভুট্টোর সরকারে মন্ত্রী পদে থাকার সময় দুর্নীতি ও অন্যান্য ফৌজদারী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তিনি সব সময় এ সব অভিযোগ অস্বীকার করে এসেছেন। পাকিস্তানের আইন অনুযায়ী, কারো অপরাধ প্রমাণিত হলে নির্বাচন সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্পরতায় অংশ নিতে পারে না । গত ৫ মার্চ পাকিস্তানের আদালত আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির ৫টি অভিযোগ খারিজ করে দেয় এবং তার সম্পদ জব্দ করার আদেশও বাতিল করে দেয় ।
বেনজির ভুট্টো নিহত হওয়ার পর আসিফ আলি জারদারি পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান নির্বাচিত হন । জাতীয় পরিষদের নির্বাচনে পিপলস পার্টি জয়লাভের পর তাকে পাকিস্তানের নতুন সরকারের অন্যতম প্রধানমন্ত্রী প্রার্থী বলে বিবেচনা করা হয়।
|