মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ড ব্যাপকভাবে অর্থ বিনিয়োগ বাড়ানোর কারণে ১১ মার্চ নিউ ইয়র্কের মুদ্রা বিনিময় বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়েছে।
একই দিন মুদ্রা বিনিময় বাজারে ইউরোর বিপরীতে ১.৫৪৯৫ বিনিময় হার ছিল মাকিন ডলারের । ফেডারেল রিজার্ভ বোর্ডের অর্থ বিনিয়োগ বৃদ্ধির খবর পাওয়ার পরই বিনিময় হার হয় ১.৫২৮১। দিন শেশে বিনিময় হার ছিল ১.৫৩১৯ ।
বর্তমানের অর্থনৈতিক অবস্থার মন্দা কাটিয়ে ওঠার জন্য মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ড ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বড় ব্যাংকের সঙ্গে অর্থ বিনিয়োগের পরিমান বাড়ানোর মাধ্যমে বাজারে প্রাণ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|