|
 |
(GMT+08:00)
2008-03-12 19:24:38
|
ন্যাটো সৈন্যদের গুলিতে ৪ আফগান নাগরিক নিহত
cri
১১ মার্চআফগানিস্তানে মোতায়েন ন্যাটোর বাহিনী সূত্রে জানা গেছে এ দিন সন্ধ্যায় আফগানিস্তানের দক্ষিণাংশের হেলমান্দ প্রদেশে ন্যাটোর সেনাবাহিনী ও সরকার-বিরোধি বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ে ২জন মহিলা ও ২টি শিশু প্রাণ হারিয়েছে । ন্যাটো বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে , তারা হেলমান্দ প্রদেশে মিশন চালানোর সময় এক দল বিদ্রোহীর আক্রমনের শিকার হয়। ন্যাটোর বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালায়। এ সময় গুলিতে ৪জন নীরিহ মানুষ নিহত ও ১০জন আহত হয় ।
|
|
|