চীন-আসিয়ান উচ্চ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রথম সংলাপ ১২ মার্চ পেইচিংয়ে শুরু হয়েছে।
এবারের সংলাপ ধারাবাহিক আসিয়ানের শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের ২০০৭ সালের নভেম্বর মাসে উত্থাপিত সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত হচ্ছে।
তিন দিনব্যাপী সংলাপ চীনা গণ মুক্তি ফৌজের সামরিক বিজ্ঞান একাডমির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আসিয়ানের দশ'টি দেশের প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও চীনে সামরিক অ্যাটাশেসহ মোট ২০ জন এবং চীনা গণ মুক্তি ফৌজের প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা "সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং আঞ্চলিক পারস্পরিক আস্থা" প্রসঙ্গে মত বিনিময় করবেন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক অফিসের পরিচালক মেজর জেনারেল ছিয়েন লি হুয়ান বলেন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে চীন এবং আসিয়ানের দেশগুলোর সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। চীনা গণ মুক্তি ফৌজ এবং আসিয়ানের দশ'টি দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বিনিময়ের মানদন্ড নির্ধারিত হচ্ছে। (লিলি)
|