v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-12 18:36:31    
চীনে রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংস্কার শুরু  হচ্ছে

cri
    ১১ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংস্কার সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে । গত ত্রিশ বছরে এটা হলো চীনের রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর ষষ্ঠ সংস্কার ।

    চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও রাষ্ট্রীয় পরিষদের মহাসচিব হুয়া চিয়েন মিং রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংস্কার সম্পর্কে বলেন , এবারের সংস্কারের প্রধান লক্ষ্য হলো সরকার ও বিভিন্ন বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা এবং জনগণের জীবনের মান উন্নত করার জন্য জ্বালানী ও পরিবেশ সংরক্ষণ , যোগাযোগ ও পরিবহন এবং গৃহায়ন ও গণপূর্তের উপর বেশি গুরুত্ব দেয়া ।

    পরিকল্পনা অনুসারে , রাষ্ট্রীয় পরিষদের অধীনে শিল্প ও তথ্য মন্ত্রণালয় , যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় , মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় , পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত হবে । এ ছাড়াও উচ্চ পর্যায়ের আলোচনা ও সমন্বয় সংস্থা--জাতীয় জ্বালানী সম্পদ কমিশন প্রতিষ্ঠিত হবে । জাতীয় জ্বালানী ব্যুরো জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীনে থাকবে । জাতীয় খাদ্য দ্রব্য ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকবে । স্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্যদ্রব্যের নিরাপত্তা নিশ্চিত ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সম্পর্কিত ঘটনা তদন্তের দায়িত্ব নেবে । সংস্কারের পর রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংখ্যা হবে ২৭টি ।

    চীনের প্রশাসনিক ইন্সটিটিউটের প্রফেসর ওয়াং ইয়ু খাই বলেন , সংস্কারের পর রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর দায়িত্ব আরো স্পষ্ট হবে । এতে সরকারী বিভাগগুলোর কার্যকারিতা বাড়বে এবং সরকারের বিভাগগুলোর বিন্যাস আরো যুক্তিযুক্ত হবে ।

    অনেক বছর ধরে চীন সরকার দেশশাসনে সরকারের উপযোগী বিন্যাস অন্বেষণের চেষ্টা চালিয়ে আসছে। এর আগে রাষ্ট্রীয় পরিষদের মোট পাঁচবার সংস্কার করা হয়েছে । ১৯৮৮ সালে দ্বিতীয় সংস্কারে রাষ্ট্রীয় পরিষদের অধীনস্থ মন্ত্রণালয় ও সংস্থার সংখ্যা ৬৭টি থেকে ৬০টিতে কমানো হয় । ১৯৯৮ সালে চতুর্থ সংস্কারে রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংখ্যা ২৯টিতে কমানো হয় । বর্তমান সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো সেবামূলক সরকার প্রতিষ্ঠা করা এবং সরকারের দায়িত্ব আরো ভালোভাবে পালন করা । এবার মোট ১৫টি বিভাগ পুনর্গঠিত হবে ।

    হুয়া চিয়েন মিন সরকারের সামষ্টিক নিয়ন্ত্রণের দায়িত্ব জোরের সঙ্গে উল্লেখ করেন । তিনি বলেন , জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির প্রধান দায়িত্ব হবে দেশের অর্থনীতি উন্নয়নের সামষ্টিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখা , অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার চালানো , অর্থনৈতিক উন্নয়নে দেখা দেয়া বড় সমস্যার সমাধান করা এবং আঞ্চলিক উন্নয়ন সমন্বিত করা ।

    চীনে যে জাতীয় জ্বালানী কমিটি ও জাতীয় জ্বালানী ব্যুরো প্রতিষ্ঠিত হবে , তা' দেশবিদেশের দৃষ্টি আকর্ষন করেছে । চীনের প্রশাসনিক ইন্সটিটিউটের প্রফেসর ওয়াং ইয়ু খাই বলেন , চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানী উত্পাদন ও ব্যবহারকারী দেশ । বিদেশের উপর চীনের অশোধিত তেলের নির্ভরশীলতা চাহিদার অর্ধেকের মতো । এ ছাড়া জাতীয় পরিবেশ সুরক্ষা ব্যুরো পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ে উন্নীত হওয়া থেকে প্রমাণিত হয়েছে যে পরিবেশ রক্ষার ওপর চীন সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। অধিবাসীদের আবাসন সমস্যা সমাধানের জন্য চীন সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবে ।

    রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংস্কার পরিকল্পনা জাতীয় গণ কংগ্রেসের বেশির ভাগ প্রতিনিধির সমর্থন পেয়েছে । লিয়াও নিন প্রদেশের নারী প্রতিনিধি ওয়াং চুন লিয়েন বলেন , আমি মনে করি , বাজার অর্থনীতি ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্যই সরকারের বিভাগগুলোর সংস্কারের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । এ পরিকল্পনা চীনের সংস্কারকে তরান্বিত করবে এবং সরকারী বিভাগগুলোর দায়িত্ব আরো স্পষ্ট করে তুলবে ।

    জানা গেছে , ১৫ মার্চ জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের বিভাগগুলোর সংস্কার প্রস্তাবের উপর ভোট নেয়া হবে । অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হলে সংস্কার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ।