১১ মার্চ ইরাকের ওপরে মার্কিন কংগ্রেসে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেশ করা ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়েছে, ইরাকে সহিংসতা ব্যাপকভাবে কমলেও সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
রিপোর্টে বলা হয়েছে, ইরাকের 'নিরাপত্তা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে'। রাজনৈতিক সমঝোতা ত্বরান্বিত করার জন্য ইরাকের নেতারাও বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। ২০০৭ সালের জুন মাস থেকে ইরাকে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহতের সংখ্যা আগের তুলনায় প্রায় ৯০ শতাংশ কমেছে। ইরাকের বেসামরিক মানুষ ও যৌথ বাহিনী সদস্যদের নিহত হওয়ার সংখ্যাও প্রায় ৭০ শতাংশ কম।
রিপোর্টে এ কথাও বলা হয়েছে, ইরাকে নিরাপত্তা ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তার ভিত্তি এখনও দুর্বল। তাছাড়া কিছু কিছু এলাকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'আল-কায়েদা'র ইরাকী শাখা এবং অন্যান্য সশস্ত্র জঙ্গীদের হামলার ঘটনা ঘন ঘন সংঘটিত হচ্ছে যা নিরাপত্তার জন্য বড় হুমকি।
(খোং চিয়া চিয়া)
|